1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
শবে মেরাজের গুরুত্ব মনোহরদীর সেকেন্দার আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত পাঁচবিবিতে সংসদ-গণভোটের র‍্যালী ও লিফলেট বিতরণ দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির মানবিক উদ্যোগপানছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ কেশবপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত। বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। মনোহরদীর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক সভা ও কম্বল বিতরণ ‎শীতার্ত শিশুদের পাশে ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন সাঘাটায় টপসয়েল কাটায় কঠোর ব্যবস্থা: এক্সকাভেটর বন্ধ, ৬০ হাজার টাকা দণ্ড

‎মণিরামপুরে শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ডে সম্পৃক্ত প্রধান শিক্ষক মান্নান শোকজ!করছেন দৌড়ঝাঁপ

  • প্রকাশকাল: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

‎মণিরামপুর প্রতিনিধিঃ

শিক্ষানীতি লঙ্ঘনের একাধিক অভিযোগ অভিযুক্ত করে যশোরের মণিরামপুর উপজেলার কাটাখালি হাজরাইল নলঘোনা (কেএইচএন) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান’কে প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশীদ।

‎অভিযোগ আছে,কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান ইচ্ছা মতো প্রতিষ্ঠানে আসেন,প্রধান শিক্ষকের চেয়ারে বসে দেন হোমিওপ্যাথিক চিকিৎসা,সৈরাচারী শাষনামলে কয়েকটি নিয়োগ বানিজ্য,নিয়োগে স্বজনপ্রীতি,শিক্ষাকতার চেয়ে সংখ্যা গরিষ্ঠ রাজনৈতিক সম্পৃক্ততা,সর্বশেষ ফ্যাসিস্টের জাতীয় নির্বাচনে প্রকাশ্যে ভোট কর্তন,তারই নিয়োগকৃত সহকারি শিক্ষিকা অনামিকার সাথে অনৈতিক সম্পর্ক,মহান পেশা শিক্ষাকতার থেকে বিভিন্ন এনজিওর সাথে অতিরিক্ত সম্পৃক্ততা! এমনকি চলতি ২৪শে নভেম্বর সোমবার প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা চলমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে না জানিয়ে রাজধানী ঢাকাতে কোন এক সংস্থার আয়োজনে শামিল হয়েছেন কখনো জাতীয়পার্টি কখনো বিএনপি আবার আ’লীগের রাজনীতিতে প্রকাশ্যে থাকা এ প্রধান শিক্ষক। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগের এ পাহাড়া প্রধান শিক্ষক এম এ মান্নান অজানা কোন ক্ষমতা বলে শিক্ষানীতি লঙ্ঘন করেও বহাল তবিয়তে নিজস্ব কাজ করে চলেছেন!

‎তবে তারা পারিবারিকভাবে আ’লীগের সাথে সরাসরি সম্পৃক্ত বলে অভিযোগ পাওয়া গেছে অনুসন্ধানের শুরুতেই এক ইজিবাইক ড্রাইভারের সাথে কথোপকথনের গোপন ক্যামেরায় ধারনকৃত এক ভিডিওতে। বাইকে চালকের পাশে বসে রওনা দেওয়ার পরপরই শুধ বলা হয় যে প্রধান শিক্ষক এম এ মান্নানের বিরুদ্ধে ঘোর অভিযোগ আছে। চালক নিজেই ভুক্তভোগী বলে গড়গড় করে বলতে থাকেন তার বিরুদ্ধে সকল অভিযোগের সত্যতা।

‎তথ্য আছে,প্রধান শিক্ষক এমএ মান্নান বিগত  সরকারের আমলে স্বপন ভট্টাচার্য সহ আ’লীগের উপজেলার সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক ফারুখ হোসেন,আ’লীগ নেতা আমজাদ হোসেন লাভলু,পৌর যুব-মহিলা লীগ নেত্রী সুরাইয়া আক্তার ডেইজির সাথে উঠাবসা করতো দলীয় নেতাদের মতো। যে কোন দলীয় প্রগ্রাম হলেই দেখা যেতো এমএ মান্নানের উপস্থিতি।

‎এ সমস্ত তথ্য নির্ভর অভিযোগ সহকারে দৈনিক যশোর বার্তা সহ কয়েকটি স্থানীয়,জাতীয় দৈনিকে ও সোস্যাল মিডিয়ায় প্রকাশ হলে বিষয়টি আমলে নিয়ে মণিরামপুর উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ জিল্লুর রশীদ স্বাক্ষরে গত ২৫/১১/২৫ইং(মঙ্গলবার) অভিযুক্ত প্রধান শিক্ষক এম এ মান্নান’কে প্রাথমিকভাবে শোকজ করে চলতি মাসের ৩০ তারিখে এ ব্যাপারে কারন দর্শানো নোটিশ প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎উপজেলা মাধ্যমিক অফিসারের কার্যালয় হতে প্রদানকৃত স্বারক নং ৩৭.০২.৪১৬১.০০১.০১.২০২৫/৪৫৭ নোটিশে উল্লেখ করা হয়,সূত্র মোতাবেক আপনার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতি অভিযোগ সংক্রান্ত আপনার লিখিত জবাব/ব্যাখ্যা ৩০.১১.২৫ (রবিবার) বেলা ২টার মধ্য নিম্নস্বাক্ষরকারী কার্যালয়ে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক মান্নান তার অপরাধ ঢাকতে বিভিন্ন মহলে শুরু করেছে দৌড়ঝাঁপ। রাজনৈতিক নেতা,ব্যবসায়ী,সাংবাদিক এমনকি নিজের মেয়েকে লেলিয়ে দিয়ে এ প্রতিবেদকে’কে দূর্বল করার নানান ছক একে চলেছেন।

‎এ বিষয়ে কথা হলে,বিষয়টি গুরত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন কে,এইচ,এন মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ