1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শবে মেরাজের গুরুত্ব মনোহরদীর সেকেন্দার আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত পাঁচবিবিতে সংসদ-গণভোটের র‍্যালী ও লিফলেট বিতরণ দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির মানবিক উদ্যোগপানছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ কেশবপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত। বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। মনোহরদীর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক সভা ও কম্বল বিতরণ ‎শীতার্ত শিশুদের পাশে ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন সাঘাটায় টপসয়েল কাটায় কঠোর ব্যবস্থা: এক্সকাভেটর বন্ধ, ৬০ হাজার টাকা দণ্ড

গজারিয়ায় প্রবীণ সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজের মৃত্যুতে গণমাধ্যমে শোক

  • প্রকাশকাল: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের মনারকান্দি গ্রামের শান্ত সকালটি হঠাৎই ভারী হয়ে ওঠে এক বেদনাবিধুর সংবাদে। এলাকার সর্বজনপ্রিয় ও অভিজ্ঞ সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ আর জীবিত নেই ।এই খবরটি যেন মুহূর্তেই পুরো গজারিয়ার আকাশে শোকের কালো চাদর নামিয়ে আনে। সত্য ও মানবতার পক্ষে যার কলম ছিল সদা জাগ্রত, সেই মানুষের প্রয়াণে থমকে যায় স্থানীয় সাংবাদিক অঙ্গন।খবর আইবিএননিউজ।

গত শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী সাংবাদিক এবং এলাকার সর্বস্তরের মানুষের মাঝে নেমে আসে গভীর বিষাদ। সামাজিক মাধ্যমেও শোকবার্তার ঢল নামে।

মরহুমের ছোট ভাই এবং ভবেরচর ওয়াজীর আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল গাফফার কান্নাজড়িত কণ্ঠে জানান,বাদ আছর নিজ বাড়িতেই মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ।পরিবারের সদস্যদের মতে, তিনি শুধু একজন ভাই নন, পুরো পরিবারের শক্তি ও আশা ছিলেন।

দীর্ঘ কয়েক দশক ধরে গজারিয়া উপজেলায় সাংবাদিকতার মাধ্যমে সত্য অনুসন্ধান এবং সমাজের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত করে রেখেছিলেন আব্দুল আজিজ মাহফুজ। দুর্নীতি, অনিয়ম, সামাজিক সমস্যা—এসবের বিরুদ্ধে তিনি সবসময় ছিলেন সাহসের প্রতীক। তার প্রতিবেদনে মানুষের কথা, সমাজের বাস্তব চিত্র এবং মানবিক মূল্যবোধ ফুটে উঠতো গভীর সততার সঙ্গে।

স্থানীয় মানুষের কাছে তিনি শুধু সাংবাদিক ছিলেন না; ছিলেন একজন পরামর্শদাতা, সমস্যায় পাশে দাঁড়ানো একজন মানবিক মানুষ, এবং সমাজ পরিবর্তনের এক অনুপ্রেরণাদায়ী মুখ। তার মৃত্যুতে গজারিয়ার সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন তার সহকর্মীরা।বাদ আছরের জানাজায় এলাকার অসংখ্য মানুষ উপস্থিত হবেন বলে জানা গেছে। প্রিয় মুখটি আর ফিরে না এলেও তার কাজ, তার নীতি, তার মানবিকতা এবং সমাজের প্রতি তার অগাধ ভালোবাসা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।সাংবাদিক আবদুল আজিদ মাহফুজের মৃত‍্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞ‍্যাপন কসেছেন সিনিয়র সাংবাদিক ও লায়ন
হাকিকুল ইসলাম খোকন,সভাপতি,আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন,এমএ সালাম,প্রধান সম্পাদক,বাপসনিউজ,ড.প্রদর রজ্ঞন কর,প্রধান সম্পাদক,এনওয়াবিডিনিউজ,সাংবাদিক সুমি খান,লেখক ও সাংবাদিক মাহবুবুর রহমান মিলন,সাংবাদিক মোঃনাসির,এডিটর,এনজেবিডিনিউজ,লেখক কবি ও সাংবাদিক এবিএম সালেহ উদিদন,সাংবাদিক আলমগীর ভূঁইয়া,সাংবাদিক হেলাল মাহমুদ,সাধারণ সম্পাদক,আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন,আয়েশা আক্তার রবি,সম্পাদক,আইবিএননিউজ২৪.কম,সাংবাদিক আরিফুর রহমান আরিফ,সম্পাদক,ব্রাহ্মণবাড়ীয়া২ইউএসএ.কম,সাধারণ সম্পাদক,নিঊজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,সাংবাদিক ওসমান গনি,সম্পাদক মন্ডলীর সভাপতি,বিবিএননিউজ,সাংবাদিক সুহাস বডুয়া,সম্পাদক,বিবিএননিউজ,সাংবাদিক বিশ্বজিৎ সাহা,সহযোগী সম্পাদক,বিবিএননিউজ,সাংবাদিক ও এনওয়াইপিডি অফিসার সরদার আল মামুন,সাংবাদিক ও এনওয়াইপিডি কারেকশান অফিসার পংকজ রায়,সাংবাগিক দেলওয়ার মানিক,সাংবাদিক ও লায়ন আহমেদ শোহেল,সাংবাদিক নূরুল আবেদীন,সম্পাদক,প্রবাসেরনিউজ,সাংবাদিক ফিরোজ আহমেদ কল্লোল,সাংবাদিক এম পাপ্পু চৌধুরী ওবং সাংবাদিক শোহেন চৈধূরীসহ ১০১ জন সাংবাবাদিক ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ