ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর একটি টহল দল পৃথক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত অঞ্চলে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৫) রাত প্রায় ২৩.৩০ টায় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৮১ থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উদয়পুর মাহাতবস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—
১) মোঃ রেজাউল (৩২), পিতা–মৃত নুর মোহাম্মদ, গ্রাম—বারসা, পোস্ট—হরিণমারী
২) আলী হোসেন (৫০), পিতা–মৃত আব্দুল মজিদ, গ্রাম—পারোয়া, পোস্ট—মোড়লহাট
৩) মোঃ হাকিম (২৪), পিতা–মৃত ছাবের আলী, গ্রাম—মোড়লবস্তি, পোস্ট—হরিণমারী
(তিনজনেরই থানা—বালিয়াডাংগী, জেলা—ঠাকুরগাঁও)
অভিযানকালে টহল দল তাদের কাছ থেকে ০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, এবং ০২টি মোটরসাইকেল জব্দ করে।
পরে আটককৃত আসামিদেরকে জব্দকৃত মাদকদ্রব্য, নিষিদ্ধ ট্যাবলেট ও মোটরসাইকেলসহ বালিয়াডাংগী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
Leave a Reply