মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মোহাম্মদ সারওয়ার আলমকে নিয়োগ দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। তিনি বর্তমান পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যাঞ্জেলার স্থলাভিষিক্ত হবেন।
রবিবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তিনি ২০২৪ সালের ১১ নভেম্বর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। এর আগে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট সদর দপ্তরের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তা।
এদিকে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যাঞ্জেলাকে বদলী করে পুলিশ অধিদপ্তরের এআইজি পদে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, গাইবান্ধা ছাড়াও সারা দেশে আরও ৫ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
Leave a Reply