মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-২ (সদর) আসনে মুক্তিজোট মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মোঃ শাহিন মন্ডল তার প্রচার-প্রচারণা আরও বেগবান করেছেন। নির্বাচন কমিশনের নিবন্ধন নং–৪১ অনুযায়ী তিনি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে “ছড়ি” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি গাইবান্ধা সদর, তুলসীঘাট, বালুয়া হাট, আমতলী, রহমতপুর ও আশেপাশের বিভিন্ন হাট-বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং জনগণের সমস্যাবলি শোনেন।
গণসংযোগ চলাকালে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের দপ্তর সম্পাদক ছামিউল আলম রাসু, এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা।
মোঃ শাহিন মন্ডল বলেন
ছড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে জনগণের সেবা করার সুযোগ দিন। গাইবান্ধা-২ আসনকে একটি উন্নত ও আধুনিক অঞ্চলে রূপান্তর করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
তার সমর্থক ও কর্মীরাও নির্বাচনী মাঠে একযোগে প্রচার চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply