ঠাকুরগাঁওয়ে গ্রামীণ খেলাধুলা আয়োজনের অংশ হিসেবে হাডুডু প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় এর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) প্রমুখ।

Yaw:272.3806,Pitch:-9.075086516442576,Roll:0.7132631385967443
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, “এই সীমান্তবর্তী জেলায় অনেক তরুণ প্রজন্ম মাদকসহ বিভিন্ন বিভ্রান্তিকর নেশায় জড়িয়ে পড়ছে। তাদের সুস্থ জীবন ও সঠিক পথে ফেরাতে খেলাধুলার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, আজকের খেলা উপলক্ষে যে দর্শকরা উপস্থিত হয়েছেন তারা খেলোয়াড়দের মনোবল বাড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ মাঠে আরও ব্যাপক দর্শক উপস্থিত হয়ে খেলাকে প্রাণবন্ত করবে।

Yaw:325.26517,Pitch:-2.7486742444909815,Roll:3.096082575662649
জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, হাডুডুসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। সেই সাথে বিজয়ী চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও পৌরসভা দল এবং রানার্স আপ পীরগঞ্জ উপজেলা দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান তিনি।
পরবর্তীতে সকলকে খেলাধুলায় উৎসাহিত হয়ে অংশগ্রহণের আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও পৌরসভা দলকে ২০,০০০/(বিশ হাজার টাকা মাত্র) এবং রানার্স আপ পীরগঞ্জ উপজেলা দলকে ১৫,০০০/(পনের হাজার টাকা মাত্র) প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইম আশরাফ, জেলা ক্রীড়া অফিসার ইয়ামিন হোসেন, নাগরিক কমিটি সদস্য সচিব এম রাজিউল ফারুক রোমেল চোধুরীসহ দর্শকবৃন্দ।
Leave a Reply