1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে নিউইয়র্কে ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন - Crime Report 24
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাটে যথাযথভাবে জাতীয় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ পালিত বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান পূবাইল থানা ওসি খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী নাগেশ্বরীতে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ফ্যাসিবাদ–চাঁদাবাজির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডাকসু ভিপি সাদিক কায়েমের ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন বাউল শিল্পীদের ওপর হামলা ন্যাক্কারজন : মির্জা ফখরুল রিয়াজুল হক সাগর, রংপুর অফিস। দেশে নির্বাচনী পরিবেশ রয়েছে, মনোনয়োনকে ঘিরে বিচ্ছিন্ন ঘটনাই প্রমান করে বিএনপি একটি বড় দল ….ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে নিউইয়র্কে ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  • প্রকাশকাল: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্রের সাবেক নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় গত ০৯ নভেম্বর, ২০২৫, রবিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন চাইনিজ কনফারেন্স রুমে। খবর আইবিএননিউজ ।আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঁইয়া এবং উক্ত সভা যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপি-যুক্তরাষ্ট্র শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম নেতা মোতাহার হোসেন।
সভার শুরুতেই যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ সভাপতি এটিএম হেলালুর রহমান পবিত্র কুরআন তেলাওয়াত এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন । এতে দোয়ায় সাবেক ফৌজি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়, মহান মুক্তিযুদ্ধের শহীদদের ও জুলাই ২৪ এর শহীদ, গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ।এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হয় । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দুল হকের মমতাময়ী মায়ের মৃত্যুতে এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোল্লার আপন বড় বোনের মৃত্যুতে বিশেষ দোয়া ও আত্মার মাগফেরাত করা হয়।দোয়া পরিচালনা করেন জহিরুল ইসলাম মোল্লা।

বিপ্লব ও সংহতি দিবসের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, সাবেক সহ সভাপতি শামসুল ইসলাম মঞ্জু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এডভোকেট খায়রুল বাশার, জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি নাসিম আহমেদ, নিউইয়র্ক সিটি বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এটিএম হেলালুর রহমান, যুক্তরাষ্ট্র জাসাস এর সদস্য সচিব সোহরাওয়ার্দী জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক রুহুল আমিন ,আবুল কালাম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, সহ দফতর সম্পাদক সাইফুল ইসলাম, মির্জা আজম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ‍্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আজিজুল বারী তিতাস, এডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, এডভোকেট শাহনাজ পারভীন জোসনা, যুবদল নেতা মশিউর রহমান রুবেল,জাহিদ হোসেন সুমন প্রমুখ ।
সভার বক্তাগণ ৭ই নভেম্বরের সাবেক ফৌজি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখন্ডতা রক্ষায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গঠন করার ক্ষেত্রে ভূমিকা সে বিষয়ে বক্তাগণ বিশদ আলোচনা করেন ।সভার বক্তাগণ উল্লেখ করেন যে আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে যেকোনো পক্ষের ষড়যন্ত্র কে বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীরা প্রতিহত করবে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে, অধিকাংশ বক্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিগত দিনে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দানকারী নেতাকর্মীদের সমন্বয় যুক্তরাষ্ট্র বিএনপির একটি কমিটি গঠনের জন্য আবেদন করেন ।
সভাপতির ভাষণের আলহাজ্ব সোলাইমান ভূঁইয়া বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন এবং তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং তার ঘোষণার পরে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম, ৭৫ পরবর্তী ঘটনার পরে এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দিয়েছিলেন এবং তিনি একটি আধুনিক বাংলাদেশ গঠনের কাজ যখনই শুরু করেছেন, ঠিক তখনই একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে. পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধার ও বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের গণতন্ত্রকে বিগত ১৬ বছর হত্যা করা হয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গিয়েছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং সর্বশেষ জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এবং শেষ দেশ ছেড়ে পালিয়ে গেছে,
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী নির্বাচনে বিএনপির সকল পর্যায়ে নেতা কর্মীকে ধানের শীষ মার্কায় পক্ষে কাজ করার আহ্বান জানান ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মোহাম্মদ আবুল কাশেম, জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বাচ্চু মিয়া, মোহাম্মদ আলাউদ্দিন, সিবিএ নেতা আলাউদ্দিন মাতব্বর, আবু তাহের, হারুনুর রশিশি, নাঈম হোসেন অ্যাডভোকেট আলা উদ্দিন আহমেদ সহ আরও অনেকে ।
সভা শেষে সবাইকে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ