স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
৫ আগস্টের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জনগণ, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর নেতৃবৃন্দ। তারা বলেন, দেশে বর্তমানে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। ইসলাম প্রচারের মূলে যারা রয়েছেন সেই অলি-আউলিয়ার মাজার ও খানকাগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। জাতীয় ঐক্যের কথা বলা হলেও বাস্তবে অনৈক্য ও বিভক্তি সৃষ্টি করা হয়েছে।
আজ ১০ নভেম্বর সোমবার সকালে ফেনী জেলার কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ফেনী জেলা শাখার কর্মী সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএসপি’র ভাইস চেয়ারম্যান ও পীরে তরিকত আল্লামা মুফতি খাজা বাকী বিল্লাহ আজহারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মো. ইব্রাহিম মিয়া, কেন্দ্রীয় প্রচার সম্পাদক চৌধুরী মো. হোসেন, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ফরহাদ হোসেন, সহ-মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুল কাদের কাউসার,ফেনী জেলা সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন মিয়া, মোহাম্মদ আবুল বাশার চিস্তী, মোঃ ধনু মিয়া।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিএসপি ফেনী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মো. তবারক হোসেন।
আলোচনায় অংশগ্রহণ করেন, বিএসপি ফেনী জেলার দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন মৃর্ধা,ফেনী সদর উপজেলা সভাপতি আবু সোহেব সোহাগ, সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন ইমন, পশুরাম উপজেলা সাধারণ সম্পাদক মো: আলী মিয়া, দাগন ভূইয়া উপজেলা সভাপতি মোঃ শাহাজান মিয়া, ফেনী পৌরসভা সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ বায়োজিদ ভূঁইয়া, ফেনী সদর উপজেলা বাংলাদেশ সুপ্রিম মহিলা পার্টির সভাপতি মোছা: কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক বিবি আমেনা তিশা
নেতৃবৃন্দ বলেন, “কিছু নির্ধারিত রাজনৈতিক দল ছাড়া অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতি সরকার চরম বৈষম্যমূলক আচরণ করছে। প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, জনগণের মনে ভয়-আতঙ্ক সৃষ্টি ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ—এসব কারণে দেশ আজ এক অনিশ্চিত পরিস্থিতির মুখে।”
তারা আরও বলেন, “জুলাই হত্যার বিচারের নামে প্রহসন চলছে, যার ফলে গণতন্ত্রের পথ ক্রমেই রুদ্ধ হয়ে যাচ্ছে। সমগ্র জাতি আজ হতাশ। এই অচলাবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন।
বক্তারা স্মরণ করেন, বিএসপি’র প্রতিষ্ঠাতা ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নীতি-নৈতিকতাহীন ও অবক্ষয়গ্রস্ত রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতেই এই দল প্রতিষ্ঠা করেছেন।
তিনি দেশবাসীকে হিংসা-প্রতিহিংসার পরিবর্তে বিবেক ও মানবতাবোধ জাগ্রত করার আহ্বান জানিয়েছিলেন।
নেতৃবৃন্দ বলেন, রাজনীতি হবে মানবকল্যাণের জন্য, ধ্বংসের জন্য নয়।
Leave a Reply