আবু সাঈদ চৌধুরী গাজীপুর প্রতিনিধি:
শিল্পনগরী গাজীপুরের জেলা প্রশাসনের নেতৃত্বে আসছেন অভিজ্ঞ প্রশাসক মো. আজাদ জাহান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক রদবদলে তাকে গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদায়ী জেলা প্রশাসক নাফিসা আরেফীন-এর স্থলাভিষিক্ত হচ্ছেন।
শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ভোলার বর্তমান জেলা প্রশাসক মো. আজাদ জাহান (১৫৯১৫)-কে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে ছয়জন জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয় এবং নয়জন নতুন কর্মকর্তাকে ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. আজাদ জাহান গত ১২ সেপ্টেম্বর ২০২৪ সাল থেকে ভোলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি কুষ্টিয়ার মিরপুর ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার দক্ষতা, নীতি-নিষ্ঠা ও মাঠ প্রশাসনে কার্যকর নেতৃত্বের জন্য তিনি সহকর্মী ও অধস্তন কর্মচারীদের মাঝে সুনাম অর্জন করেছে আজাদ জাহান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার জন্ম ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায়।
ও শ্রমনির্ভর নগরী গাজীপুর এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক এলাকা। পরিবেশ, ট্রাফিক ব্যবস্থাপনা, শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি এবং নাগরিক সেবায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা এখন সর্বাধিক। এমন প্রেক্ষাপটে অভিজ্ঞ কর্মকর্তা মো. আজাদ জাহানের আগমনকে প্রশাসনিক মহল ও সাধারণ মানুষ গাজীপুরে নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছে।
Leave a Reply