হাকিকুল ইসলাম খোকন,
ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে নির্বাচিত হয়ে বিশ্বে বর্তমানে আলোচনার শীর্ষে মুসলিম ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। খুব স্বাভাবিকভাবে সবার আকর্ষণ এখন তার স্ত্রী রামা দুয়াজির দিকে। সিরীয় বংশোদ্ভূত এই নারী একজন আমেরিকান শিল্পী ও চিত্রকর। খবরটি প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।
রামা দুয়াজির জন্ম হিউস্টনে। তবে ছোটবেলায় তিনি পরিবারের সঙ্গে মধ্যপ্রাচ্যে চলে যান। পরবর্তীতে সিরিয়ার নিকটবর্তী শহরে তার শৈশবের বড় অংশ কেটেছে।
এক পডকাস্টে রামা বলেছেন, ছোটবেলায় তিনি প্রায়ই সিরীয় পরিচয় লুকিয়ে রাখতেন এবং নিজেকে আমেরিকান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। পরে তিনি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি স্কুল অব দ্য আর্টস-এ ভর্তি হন, যেখানে তিনি বুঝতে পারেন যে অন্যদের থেকে তিনি ভিন্ন। এই উপলব্ধি তাকে তার নিজস্ব শিল্প ও পরিচয় গড়তে প্রেরণা দেয়। এর পর থেকেই তার শিল্পকর্মে সিরীয় সংস্কৃতি ও জীবনধারার নানা রং উঠে আসে।
রামা ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ফিরে এসে নিউইয়র্ক সিটিতে বসবাস শুরু করেন। এখানেই তিনি ডেটিং অ্যাপ ‘হিংজ’-এর মাধ্যমে জোহরান মামদানির সঙ্গে পরিচিত হন। পরিচয়ের পর তারা একে অপরকে বেশ পছন্দ করে ফেলেন এবং চলতি বছরের এপ্রিলে তারা সিটি ক্লার্কের অফিসে বিয়ে করেন।খবর আইবিএননিউজ ।
রামা দুয়াজি তার শিল্পকর্মের মাধ্যমে রাজনৈতিক বিষয়েও শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তিনি ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলের পরিবেশগত প্রভাব চিত্রিত করেছেন এবং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার স্পষ্ট মত প্রকাশ করেছেন।
Leave a Reply