হাকিকুল ইসলাম খোকন,
১১ ভোটের ব্যবধানে মুহিত মাহমুদের হার, মেয়র পদে জয় পেলেন অ্যাডাম আলহারবি
মিশিগানের হ্যামট্রামিক সিটি কাউন্সিল নির্বাচনে মেয়র পদে বাংলাদেশি-আমেরিকান প্রার্থী মুহিত মাহমুদ অতি সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন। বেসরকারি ফলাফলের ভিত্তিতে দেখা গেছে, ইয়েমেনি বংশ্বোদ্ভুত ও পেশায় প্রকৌশলী অ্যাডাম আলহারবি মোট ২,০০৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলম্যান মুহিত মাহমুদ মাত্র ১১ ভোট কম পেয়ে নির্বাচনে হেরে যান। এই সামান্য ভোটের ব্যবধান পুরো শহরের ভোটারদের মধ্যে তীব্র আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।খবর আইবিএননিউজ ।
হ্যামট্রামিক শহরের বৈচিত্র্যময় অভিবাসী সম্প্রদায়ের মধ্যে এই নির্বাচনে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় পর্যবেক্ষকরা জানিয়েছেন, এ বছরের মেয়র নির্বাচন ছিল শহরের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মেয়র নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিলের তিনটি আসনেও প্রতিদ্বন্দ্বিতা ছিল কঠিন। বেসরকারি ফলাফল অনুযায়ী, বর্তমান কাউন্সিলম্যান আবু মুসা সর্বাধিক ১,৬৪৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। সাবেক কাউন্সিলম্যান নাঈম চৌধুরী ঘনিষ্ঠভাবে পেছনে থেকে ১,৬৩৪ ভোট অর্জন করেছেন। নবাগত প্রার্থী ইউসুফ সাঈদ ১,৪৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
Leave a Reply