“যুব–ঐক্য–প্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Yaw:290.7019,Pitch:1.8342833388388013,Roll:3.3025684542017757
জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন,জেলা যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান,বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী,রাণীশংকৈল উপজেলা যুবদলের আহ্বায়ক মোমিন, হরিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ও পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা,জেলা ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ।

Yaw:196.85938,Pitch:-8.494192067634954,Roll:2.734589272596395
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, “ঠাকুরগাঁও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এলাকা। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে তার নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে এবং আগামীর নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।”
পরে জেলা যুবদলের পক্ষ থেকে একটি হুইল চেয়ার এক প্রতিবন্ধী শিশুকে দেয়া হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একত্রে প্রতিজ্ঞা করেন—
“ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
বর্ণিল এই আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদলের শত শত নেতা-কর্মী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
Leave a Reply