জামায়াতের উদ্যেগে মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি ঃ
নেত্রকোণা -৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে স্থানীয় জামায়াত। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত কেন্দুয়া ও বিকাল ২ টা থেকে ৫ টা পর্যন্ত আটপাড়ায় চলে এ কর্মশালা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর মানুষের মনে যেভাবে জামায়াতে ইসলামীর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তা কেবলই আল্লাহর দয়া ছাড়া আর কিছুই নয়। পবিত্র কোরআনের সুরা নাসরে আল্লাহ বলেছেন যখন ইসলামের বিজয় আসবে,তখন তুমি দেখবে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসছে।তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। আপনাদের হিম্মত নিয়ে কাজ করতে হবে। সকল ভয়ভীতি উপেক্ষা করে ময়দানে কাজ করুন। আমাদের বিজয় খুবই নিকটে ইনশাআল্লাহ। এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান। তিনি ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম কমিটি ও কেন্দ্র কমিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও দিকনির্দেশনা প্রদান করেন।
এতে আরও বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী। তিনি বলেন, প্রতিটি ঘরে ঘরে জামায়াতের সালাম পৌঁছে দিন।মানুষ জামায়াতকে ভোট দিতে আগ্রহী হয়ে বসে আছেন। তিনি সকলকে সতর্কতা অবলম্বন করে সকলকে নির্বাচনী দায়িত্ব পালন করার আহবান জানান। উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদেকুর রহমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক বিভাগের সভাপতি ও নেত্রকোনা- ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা কামাল উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুস শাকুর আলম,জেলা তারবিয়াহ বিভাগের টিম সদস্য মাওলানা আব্দুস সাত্তার সিরাজী,জেলা ইউনিট সদস্য আবুল কালাম, আরিফুর রহমান খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply