শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির প্রস্তুতি জোরদার করতে গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) কালিয়াকৈর পৌর বিএনপির আয়োজনে সফিপুর মালেক মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।
প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদ।
সম্মেলনে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ দেওয়ান মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন,
“আগামী জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়; এটি রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লড়াই। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন,
“দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ পরিবর্তন চায়, বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।”
অন্যান্য বক্তারা সরকারের দমন-পীড়নের নিন্দা জানিয়ে বলেন, দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।
Leave a Reply