স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ (২০২২–২০২৫) কার্যকরী কমিটি ও তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সর্বশেষ সাংগঠনিক সংলাপ ও মতবিনিময় সভা ২২ অক্টোবর, সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ বিটি কোচিং ভবনের ৪র্থ তলায় অবস্থিত ডিএইচএম কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ এবং সঞ্চালনায় ছিলেন তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অর্থ ও দপ্তর সম্পাদক ইরফান হাসান।
এ উপলক্ষে তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার ২০২৩ সালের অনুমোদনপ্রাপ্ত কার্যকরী কমিটির কর্মসূচি, বাস্তবায়িত কার্যক্রম, সদস্য তালিকা এবং আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ শরফ উদ্দীন রাসেল, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম মহানগর) সাদ ইবনে আলম, অর্থ ও দপ্তর সম্পাদক সাজ্জাদুল ইসলাম তানভীর এবং প্রচার সম্পাদক মোঃ ফোরকান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যরা।
সভায় অংশগ্রহণকারীরা তাজকিয়া সম্পর্কে নিজেদের অনুভূতি, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ চিন্তাভাবনা তুলে ধরেন। কেন্দ্রীয় পর্ষদের সদস্যবৃন্দ তাদের দিকনির্দেশনামূলক পরামর্শ ও প্রেরণাদায়ক বক্তব্যের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক বিকাশের পথনির্দেশ দেন। বিগত তিন বছরের কার্যক্রমের সফলতা-ব্যর্থতা, শিক্ষা ও অভিজ্ঞতা থেকে নতুন প্রেরণা অর্জনের আহ্বান জানান কেন্দ্রীয় পর্ষদ সদস্যরা।
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “তাজকিয়া হলো আত্মশুদ্ধি, জ্ঞানচর্চা ও মানবকল্যাণের এক যাত্রাপথ। এই যাত্রা থেমে থাকবে না; এটি চলবে নতুন উদ্যমে, নতুন নেতৃত্বে, নতুন আলোয়।”
অবশেষে তাজকিয়ার মিশন-ভিশন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দীর্ঘমেয়াদী ভিশনারি নেতৃত্ব গঠন নিয়ে আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply