বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উৎকর্ষ ৫২২০ ব্লাড ব্যাংক এর উদ্যোগে ৮টিমের একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার
আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দল কে ট্রাফি কারে বিজয়ী দল বলাকা =৫ জগদল=৩গোলে হারিয়ে দল চ্যাম্পিয়ন হন।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি , ১নং সদস্য কেন্দ্রয় কৃষকদল সহ সভাপতি জেলা বি,এন,পি,সভাপতি বীরগঞ্জ উপজেলা বিএনপি, জনাব মনজুরুল ইসলাম, বিশেষ অতিথি ফজলে আলম শাহীন বি,এন,পি,মো,শাহাজান সিরাজ ছাএ বিষয় সম্পাদক ,বি,এন,পি,সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্ভাব্যমেয়র প্রার্থী আহসান হাবীব ইসলাম, ৫নং সুজালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী বায়েজিদ মিয়া, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি রনজিৎ সরকার রাজ, খেলয়ার সভাপতি অমল সরকার, ৫নং সুজালপুর ইউপির মহিলা সদস্য ৪/৫/৬/মুক্তা বেগম,শৈইলেশর সরকার, সমাজ সেবক সুব্রত দাস,সমাজ সেবক অজুন সরকার,সমাজ সেবক রমনী কান্ত দাস,সাবেক মেম্বার অনাথ সরকার, বিনয় শীল,রতন সরকার (কবিরাজ), চৈইতনো সরকার, বেগম,জয়ন্ত সরকার,
সভাপতিত করেন: অমল সরকার সহ সকল নেতা করমি।
Leave a Reply