1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে যৌথ অভিযানে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রামে কৃষিজমির উপরিভাগের মাটি সংগ্রহ করার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা বীরগঞ্জে গণভোট-২০২৬ উপলক্ষে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে আলোচনা সভা কবিতা–বিদ্রোহী সুরের জয়গান কবি—জন্নাতুল ফেরদৌস রিফা জুলাই জাতীয় সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান-সেনবাগের রাজপথে গণমাধ্যমকর্মীদের লিফলেট বিতরণ ময়মনসিংহে শিক্ষা সপ্তাহ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মধুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থীখাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার। নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার ১৭ বছর পর প্রাণ ফিরছে লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে

খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজার মহোৎসব সম্পন্ন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আনন্দ আর আবেগঘন পরিবেশে খাগড়াছড়িতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গাপূজা।

বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিজয়া দশমীর দিন জেলার ৭টি ঘটপূজা ও ৫৮টি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৬৫টি পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী এই মহোৎসবের পরিসমাপ্তি ঘটে। জেলার চেঙ্গী নদী, স্থানীয় ছড়া ও পুকুরগুলোতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপে ছিল ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। পানছড়ি, দিঘীনালা, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, মানিকছড়ি, লক্ষিছড়ি, মহালছড়ি এবং সদর উপজেলার খাগড়াপুর দুর্গাপূজা মণ্ডপ, শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম ও আনন্দনগরসহ প্রতিটি মণ্ডপে অনুষ্ঠিত হয় শেষ দিনের বিশেষ পূজা, দর্পণ বিসর্জন ও প্রার্থনা।

হিন্দু শাস্ত্রমতে, বিজয়া দশমীতে দেবী দুর্গা কৈলাসে প্রত্যাবর্তন করেন। এই বিদায় যেমন বেদনার, তেমনি প্রতীকীও। ভক্তদের বিশ্বাস, বিজয়া দশমীতে দেবীর সঙ্গে মানুষের ভেতরের কাম, ক্রোধ, হিংসা ও লালসার মতো অসুরিক প্রবৃত্তিরও বিসর্জন ঘটে। তাই ভক্তদের চোখে জল থাকলেও মনে শান্তি ও ভ্রাতৃত্বের নতুন অঙ্গীকারের প্রত্যাশা জাগে।

দেবী বিসর্জনের আগে নারী ভক্তদের অংশগ্রহণে পালিত হয় ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। দেবীর চরণ থেকে নেওয়া সিঁদুর একে অপরের কপালে ছুঁইয়ে স্বামী ও পরিবারের মঙ্গল কামনা করেন নারীরা। পান- মিষ্টি নিবেদন শেষে উৎসবটি হয়ে ওঠে আনন্দঘন ও রঙিন।

বিকেলে সুবিধাজনক সময়ে শুরু হয় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর উল্লাসধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহরের রাস্তাঘাট। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই মিলে আবেগঘন পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানান।

খাগড়াছড়িতে এবারকার শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তাও পৌঁছে দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ