1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বন্ধ হচ্ছে চেক, চালু হবে ইলেকট্রনিক পেমেন্ট - Crime Report 24
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
রাতে বেরিয়ে ফেরেননি, সকালে মিলল মাদক কারবারির ঝুলন্ত মরদেহ রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত ময়মনসিংহের বইমেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী কুড়িগ্রামে জামাতকর্মীকে চিরকুটে হত্যার হুমকি- আতঙ্কিত পরিবার ময়মনসিংহে হিন্দু ভাইকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত। হাদীর মৃত্যু ও সাম্প্রতিক দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ মুক্তিজোটের খাগড়াছড়ির পানছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ বীরগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৩য় শিহান কাপ কারাতে প্রতিযোগিতায় লাকসামের সাফল্য ৫ প্রতিযোগীর অংশগ্রহণে ৮ পদক 💠বন্ধু মানে💠 ময়মনসিংহ র‍্যাব-১৪ কর্তৃক ভালুকায় পোশাক শ্রমিক হত্যার অভিযোগে গ্রেফতার ০৭

বন্ধ হচ্ছে চেক, চালু হবে ইলেকট্রনিক পেমেন্ট

  • প্রকাশকাল: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
দিন যত যাচ্ছে প্রায় সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আস্তে আস্তে পর্যায়ক্রমে বন্ধ হতে যাচ্ছে কাগজের চেক। এর পরিবর্তে চালু হবে সরাসরি ডিপোজিট। ইতিমধ্যে অনেক সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি খাতে ইলেকট্রনিক পেমেন্ট শুরু হয়েছে। সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে বিষয়টি জানানো হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। এরপর আর কাগজের চেক ইস্যু করবে না এবং ডাকযোগে প্রেরণ করবে না।
এখন যারা কাগজের চেক নিচ্ছেন, সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সোশ্যাল সিকিউরিটি অথরিটি থেকে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর, নির্বাহী আদেশ ১৪২৪৭ অনুসারে, আমেরিকার ব্যাংক অ্যাকাউন্টে এবং সেখান থেকে অর্থ প্রদান আধুনিকীকরণ, ফেডারেল সুবিধা প্রদান প্রাথমিকভাবে ইলেকট্রনিকভাবে জারি করা হবে। বেশির ভাগ ক্ষেত্রে কাগজের চেক পর্যায়ক্রমে বন্ধ করা হবে। অর্থ প্রদানে ব্যাঘাত রোধ করার জন্য বর্তমানে কাগজের চেক গ্রহণকারী সুবিধাভোগীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের সময়সীমার আগে ইলেকট্রনিক পেমেন্ট বিকল্পগুলোতে সুইচ করতে উৎসাহিত করা হচ্ছে। এ জন্য পেপার চেক ইনসার্ট দেখারও পরামর্শ দেওয়া হয়েছে। ইলেকট্রনিক পেমেন্টের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতির জন্য অনুরোধকারী সুবিধাভোগীদের অবশ্যই ১-৮০০-৯৬৭-৫০৪২ নম্বরে কল করে মার্কিন ট্রেজারিতে একটি দাবিত্যাগ দাখিল করতে হবে। এই পরিবর্তনের সঙ্গে সুবিধাভোগীদের সহায়তা করার জন্য এবং যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসএসএ টেকনিশিয়ানরা রয়েছেন, তারা প্রশ্নের উত্তর দেবেন।
আরও বলা হয়েছে, ইলেকট্রনিক পেমেন্ট কাগজের চেকের তুলনায় উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে তহবিলের দ্রুত অ্যাক্সেস, বর্ধিত নিরাপত্তা এবং বৃহত্তর সুবিধা। অর্থ প্রদান সরাসরি একটি ব্যাংক অ্যাকাউন্টে বা একটি প্রিপেইড ডেবিট কার্ডে জমা করা হয়, যা ডাকযোগে বিতরণের জন্য অপেক্ষা করার বা ব্যাংকে যাওয়ার প্রয়োজনীয়তা নেই।
ইলেকট্রনিকভাবে ফেডারেল বেনিফিট পেমেন্ট পাওয়ার দুটি সহজ উপায় রয়েছে। এই ব্যাপারে বলা হয়, একটি চেকিং বা সঞ্চয় অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। বয়স্ক, বেঁচে থাকা এবং প্রতিবন্ধী বিমা (ওএএসডিআই) সুবিধাভোগীরা সরাসরি জমার তথ্য পরিচালনা করতে এবং সুবিধার বিবরণ অ্যাক্সেস করতে সোশ্যাল সিকিউরিটি অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করতে বা সাইনআপ করতে পারবেন। সম্পূরক নিরাপত্তা আয় (এসএসআই) প্রাপক এবং আন্তর্জাতিক সুবিধাভোগীরা সহায়তার জন্য ১-৮০০-৭৭২-১২১৩ নম্বরে কল করতে পারেন। আরও বলা হয়, ডাইরেক্ট এক্সপ্রেস কার্ড, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের জন্য একটি নিরাপদ এবং সুবিধাজনক প্রিপেইড ডেবিট কার্ড বিকল্প। নথিভুক্ত করতে ১-৮০০-৩৩৩-১৭৯৫ নম্বরে কল করতে হবে অথবা www.usdirectexpress.com দেখতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ