1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
গভীর বালবাসায় জাতীয় শোক দিবস’ পালন করেছে বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভ্যাটারন্স’৭১ ইউএসএ - Crime Report 24
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রিশালের বৈলর চরপাড়া ও হদ্দের ভিটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত উখিয়ায় লেঙ্গুর বিল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পাঁচবিবিতে যুবদলের সভায় যাওয়ার পথে দূর্ঘটনায় আহত নেতাকর্মীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজা ও সিএনজিসহ গ্রেফতার ০১ খুলনায় ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী পারভেজ মল্লিকের নেতাকর্মীর উপর সন্ত্রাসীদের হামলা। অসহায় শহিদুল ইসলামের পাশে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন: মুদি দোকানের মালামাল উপহার সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিন্তে তথ্য অধিকার আইনের যথেষ্ট গুরুত্ব রয়েছে- সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচবিবিতে যুবদলের ৪৭’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৫ মেডিকেল টুরিজমে চমক এনেছে সুহা ট্রাভেলস থাইল্যান্ড কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ বীরগঞ্জে গলায় ফাঁসি গৃহবধুর মৃত্যু.

গভীর বালবাসায় জাতীয় শোক দিবস’ পালন করেছে বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভ্যাটারন্স’৭১ ইউএসএ

  • প্রকাশকাল: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও পাঁচ বারের প্রধানমন্ত্রী জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া শেখ হাসিনাকে সসম্মানে ক্ষমতায় ফিরিয়েই বঙ্গবন্ধু হত্যার চরম প্রতিশোধ নেয়া সম্ভব
বক্তব্য রাখছেন গোলাম মোস্তফা খান মিরাজ ।বঙ্গবন্ধুর ঘাতক ও তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মধ্যদিয়েই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা যাবে। এমন সংকল্প ব্যক্ত করা হয় নিউইয়র্কের বাংগালি এলাকা হিসেবে পরিচিত জ‍্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত শনিবার,২৩ আগস্ট সন্ধ্যায় ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স-১৯৭১’ ইউএসএ “র সমাবেশ থেকে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীর মুক্তিযোদ্ধাগণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে শুরু এ সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ।খবর আইবিএননিউজ ।এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ,সহ বিভিন্ন সংগঠন ও প্রবাসী নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। এর আগে সমাবেশের প্রেক্ষাপট উপস্থাপন এবং জাতীয় শোক সমাবেশে পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি ও আলোচনার জন্যে গঠিত সাব-কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট খুরশিদ আনোয়ার বাবলু ।

কম্যুনিটি এ্যাক্টিভিস্ট আল আমিন বাবুর নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শাহীদ, পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ, জেলহত্যাকান্ডের শিকার জাতীয় চার নেতা,৫২-এর মহান ভাষা আন্দোলন ,”৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণসহ আজ পর্যন্ত বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি প্রদানকারিগণের প্রতি শ্রদ্ধা জানাতে। পবিত্র কোরআন থেকে পাঠের পর টি মোল্লার নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ আচার্য্য ।
অন্যান্যের মধ্যে আলোচনায় আরো অংশ নেন মুলধারার রাজনৈতিক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরশেদ আলম,হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, অন্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী,বাংলদেশ আওয়ামী ফোরাম ইউএসএ”র উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা আখতার হোসেন, সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা কাজল মাহমুদ,সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা আলী হাসান কিবরিয়া অনু,সুলতানা আহমেদ,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখার সভাপতি এডভোকেট জাকির এইচ মিয়া,গোপালগঞ্জ জেলা সমিতি ইউএসএ”র সাবেক সভাপতি খসরুল আলম,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন,যুক্তরাষ্ট্র ছাএলীগের সাবেক সভাপতি জেড এ জয়, ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম,ছাত্র লীগ নেতা হৃদয় খান, মোজাহিদ আনসারী, বীর মুক্তিযোদ্ধা দাউদ ভূইয়া,বীর মুক্তিযোদ্ধা হেলাল মজিদ,বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন,বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন,বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাগর লোহানী,প্রমুখ। কবিতা আবৃত্তি করেন ক্লারা রোজারিও, মুমু আনসারী প্রমুখ।

বক্তারা গত বছরের কথিত আন্দোলনকে একাত্তরের পরাজিত শক্তির উত্থানের অন্যতম একটি অবলম্বন ছিল বলে উল্লেখ করেন এবং বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে আবারো শানিত করেই বাঙালির বিজয় অর্জন করতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের সহযোগিতায় মুহম্মদ ইউনূসের ক্ষমতা দখলের নেপথ্য ষড়যন্ত্র এখোন উদঘাটিত হচ্ছে এবং অনেকের বোধোদয় ঘটেছে। কোটা আন্দোলনের আড়ালে ছিল বাংলাদেশকে আফগানিস্তানের মত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্ত-তা এখোন আর কারো অজানা নেই বলেও বক্তারা উল্লেখ করেন। গত এক বছর বাংলাদেশে যে অপকান্ড সংঘটিত হয়েছে তা আগের ৫২ বছরেও হয়নি বলে মন্তব্য করেন বক্তারা। এহেন অবস্থার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে সকলে তৎপরতা অব্যাহত রাখার সংকল্পও ব্যক্ত করেছেন।জাতীয় শোক দিবসের আনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ