তাছলিমা আক্তার মুক্তা
সাজের বাক্স আলমারিতে সেই যে কবে তুলে
সংসারের কাজের চাপে সাজতে গেছি ভুলে,
একটা সময় ভালো লাগতো সুন্দর করে সাজতে
এখন আমি সময় পাইনা আমার দাঁতগুলো মাজতে।
ঘুমিয়ে ঘুমিয়েও চিন্তা করি রান্না করতে হবে
রান্না খেতে ভালো না হলে কথা শুনবো তবে।
সবার জন্য রান্না করবো আলাদা আলাদা খাবার
এতো কাজ করার পরেও কথা শুনাবে আবার।
বাবার বাড়িতে হাতে খেতাম না মা খাইয়ে দিতো
কোনো আবদার করার আগেই সামনে এসে যেতো।
সেই আমিটা সবার জন্য রান্না করি রোজ
হাত খানা পুড়ে গেলেও নেয়না কেহ খোঁজ ।
এটাই হলো মেয়ে মানুষ তাদের নাম নারী ,
রান্না ঘরে কাটায় জীবন পড়ে একটা শাড়ি।
বিশ বছর বয়স হলে পরেই মনে হয় যেন আশি
বাবার বাড়ির রাজরানীটা স্বামীর ঘরে দাসী ।
স্বামীর সংসারের গ্লানি টেনে মেয়েরা সব
নিজের ইচ্ছে গুলোর দিয়ে যায় কবর ,
এ-ই নারীদের সবাই বলে বিষধর সাপ কালনাগিনী
নারীরাই নাকি সংসার ভাঙা কারিগর।
Leave a Reply