সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ্্ শতভাগ ডেলিভারি এ্যালাশউস্ প্রাপ্তিতে সফটওয়্যারের প্রয়োগ ্্ শীর্ষক ট্রেনিং প্রােগ্রাম।। অংশ গ্রহনে। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক দৈনিক আমাদের মাতৃভূমি বুরো চিফ। আবিদুর রহমান পরিচালক (মাকেটিং ও উন্নয়ন) ঃটেইনার :ক)জনাব আবুল কালাম আজাদ, সহকারী (এফএসসিসি ও উন্নয়ন)খ),জানাব মোঃ সিপন মিয়া এক্রিকিউটিভ,(আইটি) ময়মনসিংহ বিভাগ, সভাপতি করবেন ঃ নুর মোহাম্মদ খান মানিক সহকারী মহা-ব্যাবস্থাপক বিভাগীয়প্রধান ময়মনসিংহ, সাবির্ক পরিচালনা করবেন ঃমোঃ হুমায়ুন কবীর ব্যবস্থাপক ময়মনসিংহ শাখা, মোঃইমাম হুসাইন ইনচার্জ (কুরিয়ার) ময়মনসিংহ শাখা। স্থান ঃসপদন ট্রেনিং সেন্টার, মাসকান্দা, ময়মনসিংহ। তারিখ ১৫-০৫-২৫ইংরেজী। এতে আরো উপস্থিত ছিলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস নেএকোনা জেলা পাসের্ল ম্যানেজার মোঃ হায়দার আলী ও ফারুক আহমেদ সিঃ ম্যানেজার কুরিয়ার সার্ভিস নেএকোনা,সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভৈরব বাজার শাখা ম্যানেজার মোঃ ফরিদ মিয়া, সুন্দরবন কুরিয়ার সার্ভিস জামালপুর শাখার ম্যানেজার মোঃ শেখ সালেইন আহমেদ হিরক, এতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ময়মনসিংহ বিভাগের এজেন্সি সমূহের সেবার মান উন্নয়নের ও বৃদ্ধি করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেবার মান উন্নত দেশের বাহিরে কুরিয়ার সার্ভিস অনলাইনে সেবার মান উন্নয়নের কাজ করতে আগ্রহ প্রকাশ করে কুরিয়ার সার্ভিস আন্তজার্তিক ভাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেবার মান উন্নত দেশের বাহিরে কুরিয়ার সার্ভিস অনলাইনে সেবার মান দিতে সফল করার জন্য কাজ করে যাচ্ছে। এবং পরিচিত তুলে ধরতে কুরিয়ার সার্ভিস জগতে সুন্দরবন কুরিয়ার সেবার মান উন্নয়নের করার লক্ষ্য ময়মনসিংহ বিভাগের এজেন্সি প্রতিনিধি/ম্যানেজার, মোঃ বাশার নালিতাবাড়ী উপজেলা এজেন্সি, মোঃরাকিবুল ইসলাম নকলাএজেসী, প্রতিনিধিঃপ্রহলাদ সরকার বকসীগজ এজেন্সি, আয়েশা আক্তার এজেসী কৃষি বিশবিদ্যালয, মোঃ শহীদুল ইসলাম টাংগাইল সদর, জিয়ারুল ইসলাম ঈশ্বরগনজ এজেন্সি, মুকিত আহমেদ সকাল বাজার, সেলিম রেজা একতা ফটোস্ট্যাট, রফিকুল ইসলাম মাদারগন্জ, লিখন দেওয়ানগঞ্জ, এজেন্সি, উত্তম কুমার দাস মুক্তাগাছা, অমিত সরকার এজেন্সি গৌরীপুর, রিপন গৌরীপুর-২,গোলাম কিবরিয়া তারা ফুলবাড়িয়া উপজেলা এজেন্সি, মশিউর রহমান শম্ভুগনজ এজেন্সি, লিমন চন্দ্র রায় নান্দাইল এজেন্সি, মোঃ আবদুস সাত্তার কেয়াটকালী এজেন্সি, অসিম কুমার নাগ, তারা কান্দ এজেন্সি,,শীতেন সরকার চরপাডা এজেন্সি, মো : রামিম মিয়া এজেন্সি গফরগাঁও, মোঃ আঃহক জিনাইগাতী এজেন্সি, মোঃ এমদাদ আশুগঞ্জ এজেন্সি, মোঃ আজিজুল হক কিশোরগঞ্জ নিকলী এজেন্সি,
ইয়াসিন আরাফাত, কটিয়াদি এজেন্সি, রাহাত মিয়া দিগবাই এজেন্সি, মোঃ আনোয়ার হালুয়াঘাট এজেন্সি, মোঃ জামাল উদদীন তারাই এজেন্সি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, ময়মনসিংহ বিভাগের সকল এজেন্সি অবস্থিত ছিলেন।
Leave a Reply