নেএকোণা মোহনগঞ্জ উপজেলা নারী কমিশন বাতিলের দাবিতে
মানববন্ধন কর্মসূচি পালিত
মোঃলতিফুর রহমান মানিক সাংবাদিক স্টাফ রিপোর্টারঃ
মোহনগঞ্জ প্রতিনিধি:
তথাকথিত নারী কমিশন বাতিলের দাবিতে মাদানি ছাত্রী কাফেলা বাংলাদেশের উদ্যোগে আজ ১৪ মে বাদ জুহর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সচেতন মুসলিম নারী সমাজের সভানেত্রী ও নেত্রকোনা অঞ্চল মহিলা জমিয়তের আহবায়ক বেগম শরীফা আমীন।
নারী সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নগর মাদানিয়া বালিকা মাদরাসা ছাত্রী সংসদের জিম্মাদার নওরিন আক্তার, ছাত্রী জমিয়তের জিম্মাদার আকলিমা আক্তার, তায়্যিবা জান্নাত প্রমুখ।
সচেতন মুসলিম নারী সমাজের সভানেত্রী বেগম শরীফা আমীন বলেন, সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে নারী কমিশনের সুপারিশ আমরা মেনেনিতে পারিনা।
কতিপয় নাস্তিক্যবাদী মহিলারা পশ্চিমাদের কৃষ্টিকালচার আমাদের উপর জোর পুর্বক চাপিয়ে দিতে পারেনা। পতিতাবৃত্তি কে শ্রমিকের মর্যাদা দানের কথা যারা বলেছে তারা প্রকৃত পক্ষে বৃহত্তর নারী সমাজকে অপমানিত করেছে। এসব নোংরা মহিলাদের আইনের আওতায় আনার দাবি জানান।
আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল দাবির সাথে একাত্মতা ঘোষণা করে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিতর্কিত নারী কমিশন বাতিলের জোরদাবী জানাচ্ছি।
কর্মসূচির আগে সমবেত নারীসমাজের উদ্দেশ্যে নারি কমিশনের বিভিন্ন বিতর্কিত ধারা উপধারা নিয়ে আলোচনা করেন মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী।
রুহুল আমীন নগরী বলেন, ইসলাম নারী জাতিকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছে। ৯০ ভাগ মুসলিম নারীসমাজের বোধবিশ্বাসের বিপরিতগামী কোন বিধান এদেশের মা,বোনরা মানবেনা।
আমাদের সকলের উচিত বিতর্কিত নারী কমিশন বাতিলের জন্য গণসচেতনতা সৃষ্টি করা।
আমাদের মা,বোনেরা কিছুতেই পশ্চিমাদের আমদানি কৃত কোন আইন মেনে নিবেননা।
Leave a Reply