1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মধুপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত আবিরের মুক্তির দাবিতে মানববন্ধন - Crime Report 24
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে আটক-০৮ চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলার পর উল্টো ২৭ সাংবাদিকের নামে মামলা : সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা ও প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জিআইএস ডেটা হস্তান্তর ও আইএমআইএস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ময়মনসিংহে রেলওয়ের সম্পত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বগুড়ায় দর্শনার্থীকে ছিনতাই, ২ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত নেএকোণা মোহনগঞ্জ উপজেলা নারী কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত মধুপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত আবিরের মুক্তির দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদ্বোধন

মধুপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত আবিরের মুক্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশকাল: বুধবার, ১৪ মে, ২০২৫

মধুপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত আবিরের মুক্তির দাবিতে মানববন্ধন

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত কলেজ ছাত্র আবির এর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মধুপুর বৈষম্য বিরোধী ছাত্রসংগঠন , এনসিপি মধুপুর উপজেলা শাখা , বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ।

বুধবার(১৪মে) বেলা দুপুরে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে আবিরের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে মধুপুর উপজেলা শাখার এনসিপির নেতা সবুজ মিয়া বলেন, মিথ্যা মামলায় গ্রেফতার করা আবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহন করে । আমার দেখা মতে সে অত্যান্ত ভালো ছেলে। আমি তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি।
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম জানান, বন্ধুদের মুঠোফোনে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আবির ঘটনাস্থলে গিয়ে আহত অথৈমনিকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু নিহত অথৈমনির মা সেই আবিরের নামে মিথ্যা হয়রানি মুলক মামলা করেছে যা খুবই দুঃখজনক। আমি তাকে এ মিথ্যা হয়রানি মুলক মামলা তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
মানববন্ধনে প্রত্যক্ষদর্শী বন্ধু মারুফ জানায়, চলতি বছরের ৮ জানুয়ারি প্রাইভেট পড়ার কথা বলে টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের পাঁচ সহপাঠী অথৈমনি, লামিয়া জান্নাত, ঐশি, তন্নী ও অপি মধুপুরের সন্তোষপুর রাবার বাগান এলাকায় বন্য বানর দেখতে যায়।
সেখান থেকে পাঁচ বান্ধবী অটোরিকশা যুগে মধুপুর ফেরার পথে চাপড়ী কুড়ালিয়ার মাঝামাঝি এসে অথৈ অটো থেকে নেমে জাকারিয়ার মোটরসাইকেলে উঠে। পথিমধ্যে মধুপুর পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের শেওড়া তলা নামক স্থানে এসে পৌঁছালে মোটরসাইকেলের সাথে পিক-আপের সামান্য ধাক্কা লাগে। এতে জাকারিয়ার মোটরসাইকেলের পিছন থেকে অথৈমনি রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেটে যায়। এ ঘটনার সাথে আবির কোনো ভাবেই জড়িত নয় বলে জানান মারুফ।

এ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নিহত অথৈমনির মা আলেয়া বেগম বাদী হয়ে সহপাঠী জাকারিয়া, লামিয়া জান্নাত, অপি ও আবিরকে অভিযুক্ত করে গত ১৫ জানুয়ারি একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করেন। সে মিথ্যা মামলায় নিরপরাধ এসএসসি শিক্ষার্থী পৌরসভার নয়াপাড়া এলাকার বাসিন্দা নুরে আলমের ছেলে আবিরকে পুলিশ গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন। বর্তমানে মিথ্যা মামলায় আবির জেল হাজতে রয়েছে বলে জানান তার সহপাঠীরা।
তারা মানববন্ধনের মাধ্যমে আবিরের মুক্তি সহ সকলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন, আবিরের সহপাঠী সাজ্জাদ হোসেন , সেলিম পারভেজ, ইমরান ও নয়নসহ আরও অন্যান্যরা।
এ বিষয়ে মধুপুর থানা ইনচার্জ(ওসি) এমরানুল কবীর জানান, গত ৮ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় অথৈমনি নামে এক মেয়ের আহতের খবর শুনেছি কিন্তু সেসময় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। পরবর্তীতে ৯ এপ্রিল মধুপুর থানায় দন্ড-বিধির ৩০২/১০৯ ধারায় মামলাটি এফআইআর করা হয় বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ