কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্নিমা। এ উৎসব উপলক্ষে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সাজানো হয়েছে নতুন সাজে।
রবিবার সকাল থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে এ মন্দিরে সমবেত হন উপকূলের শত শত রাখাইন নর-নারীরা। পরে বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহন, সূত্র পাঠ, সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া পিন্ড দান, বোধি বৃক্ষে জল ঢালা, আহার দান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে এদিনটি উদযাপন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এর আগে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে গত দুইদিন নানা আয়োজন অনুষ্ঠিত হয় এ মন্দিরে। অনুষ্ঠানে কলাপাড়া ও তালতলী উপজেলার শত শত রাখাইন অংশগ্রহণ করেে।
কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের ইন্দ্র বংশ ভিক্ষু উপাধ্যক্ষ বলেন, বৌদ্ধ ধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন।
Leave a Reply