চট্টগ্রাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি: এম.আই. চৌধুরী
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় উদ্বোধন করেন এডিশনাল আইজিপি জনাব শাহাবউদ্দীন কোরেশী মহোদয়।
জানা গেছে, মায়েশা এয়ারকন রাঙ্গুনিয়া লিচুবাগান থেকে সিনেমা প্যালেস, লালদিঘির মোড় চট্টগ্রাম পর্যন্ত বিদ্যমান ৪৭ কিলোমিটার সড়কে মায়েশা এয়ারকন শীততাপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৪টি বাস এই রুটে চলাচল করছে বাকী আরো ৬টি বাস ধাপে ধাপে সড়কে বিছরণ করবে। বিকেল ৩টায় সিনেমা প্যালেস মোড় মায়েশা এয়ারকন স্টেশনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন।
স্বত্বাধিকারী বলেন, চট্টগ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে মায়েশা এয়ারকন এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। এ ছাড়া সার্ভিসটির জন্য নির্ধারিত বাস সংগ্রহ করা হচ্ছে। মায়েশা এয়ারকন সার্ভিস সাধারণ মানুষের গণপরিবহন সেবা সহজলভ্য করতে এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে।
যাত্রীরা বলছেন, গরমকালে দীর্ঘদিন এসি বাস না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি থাকলেও অবশেষে এ সার্ভিস চালুর মাধ্যমে অফিসগামী মানুষসহ চট্টগ্রাম উত্তর পূর্বদিকের জনগণ কিছুটা উপকৃত হবে। দীর্ঘ এক দশক ধরে এসি বাস নিয়ে কাজ চলছিল। কিন্তু তারপরও এসি বাস সার্ভিস চালু হওয়ায় খুশি তারা। সার্ভিস ভালো হলে যানজট নিরসনে এটি উপকারে আসবে।
তাদেরকে নিয়ে রাঙ্গুনিয়ার যাত্রীদের আশা ভরসা অনেক দেখা যাক তারা সেই আশা ভরসা কতটুকু রাখতে পারে। আশা করি তারা সুনামের সাথেই সার্ভিস প্রদান করে যাত্রীদের আস্থার প্রতিদান দিবে।
অনেক অনেক শুভকামনা রইলো মায়েশা এয়ারকন এর জন্য।
Leave a Reply