মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে ঢাকার ধামরাই পৌরবাসীর আয়োজনে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ধামরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলটি ধামরাই বাজার রোড হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা আরিচা মহাসড়ক ডুলিভিটা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এর আগে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জর হয় উপজেলা চত্বরে।
মিছিলে ’ইসরাইল নিপাত যাক’, ’আমার ভাই মরলো কেনো, জবাব চাই, জবাব চাই’, ’ইসরাইলি পণ্য, বয়কট, বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন।
এসময় বক্তারা বলেন, নিরীহ মুসলিম গাজাবাসীদের উপর বর্বরোচিত হামলায় হাজার হাজার সাধারণ জনগণ, শিশু ও নারী পুরুষ মারা যাচ্ছে। আজ বিশ্ব মানবতা কোথায়, বিশ্ব মুসলিম নেতারা কোথায় । আজ জাতিসংঘ কোথায়। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে আমরা তার নিন্দা জানাই প্রতিবাদ জানাই।
কর্মসূচীতে অংশগ্রহনকারীরা গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘসহ সংশ্লিষ্টরা ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানান।
এসময় মিছিলে উপস্থিত বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মুফতি আশরাফ আলী, ধামরাই উপজেলা ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মুফতি মোহাম্মদ সানাউল্লাহ, ইমাম পরিষদের সহসভাপতি মাওলানা আবু বকর, ধামরাই উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, ধামরাই উপজেলা ওলামা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম, মোকামটোলা মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ।
Leave a Reply