1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
পাবনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি অফিস পরিদর্শন - Crime Report 24
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

পাবনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি অফিস পরিদর্শন

  • প্রকাশকাল: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

জাতীয় মুক্তিযুদ্ধো পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির অফিস পরিদর্শন করেন ।

রবিবার ২৭ এপ্রিল সকাল ১১ টার সময় পাবনা শহরের জেলা আওয়ামী লীগের অফিসে ডান পাশে তিন তালা বিল্ডিং এর নিচতলায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির অফিস পরিদর্শন করেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ ।

সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ্বাসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযুদ্ধো পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন নাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এম এ সাত্তার, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন গত ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পর দিন গত রাত হইতে ৬ই আগস্ট কিছু সংখ্যক দুষ্কৃতিকারী তদানিন্তন সরকারের উগ্র মানসিকতা সম্পন্ন লোকেরাই পাবনা সদর উপজেলা শহরের জেলা আওয়ামী লীগ অফিস সংলগ্ন উত্তর পাশের অবস্থিত সদর উপজেলার মুক্তিযোদ্ধা সমবায় সমিতির অফিস ভবনটি লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে । যাহার জন্য অফিস ভবনটির নালা বা পত্র অপ্রয়োজনে কাগজ নথিপত্র আগুনে পুড়ে ছাই হইয়া গিয়াছে এবং উক্ত ভবনটি এখনো অরক্ষিত অবস্থায় রহিয়াছে। সমবায় সমিতির সদস্যরা এবং মুক্তিযোদ্ধাদের সরকারের দাবি এই ভবনটিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করে দেওয়ার জোর দাবি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আলি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সোরহাব উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ শাহিন রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ