বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষায় ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড হয়ে শহরের চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলালউদ্দীন প্রধান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর,জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ,ঠাকুরগাঁও শহর আমীর অধ্যক্ষ শামসুজ্জামান শাহ শামীম, সদর উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন,জেলা প্রেস মিডিয়া কভারেজের দায়িত্বে ছিলেন,মোহাম্মদ শাহাজালাল জুয়েল,জেলা ছাত্র শিবিরের সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম,ছাত্রশিবিরের শহর সভাপতি আমজাদ আলীসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াত ও ছাত্রশিবিরের পরীক্ষিত নেতৃত্ব বৃন্দ ।
সমাবেশে বক্তারা অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।
Leave a Reply