ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবুল হাসান ত্ব-হার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান,অধ্যাপক বেলালউদ্দীন প্রধান প্রমুখ। এসময় প্রধান অতিথি ইশরাত ফারজানা বলেন, প্রতিষ্ঠানে ঢুকার পর আমার ভালো লেগেছে,প্রতিষ্ঠানের আঙিনাটা ছিমছাম সুন্দর ছিল ।প্রতিষ্ঠানের আঙিনা দেখে বোঝা যায় যে, প্রতিষ্ঠানে যারা আছেন বা কর্মরত আছেন এবং যারা থাকেন শিক্ষার্থীরাসহ তারা কতটা আন্তরিক এখানে এসে আমি সেই পরিবেশটি পেয়েছি এবং আমার ভালো লেগেছে।
এরপরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনার বিষয়ে বলতে গিয়ে তাঁর ছাত্রজীবনের পড়ার কথা তুলে ধরেন এবং জুলাই আগষ্ট অভ্যুত্থানে ছাত্রদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পড়াশোনার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করতে পুর্ণ মনোযোগ দিয়ে পড়ার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী অধ্যাপক মাওলানা ফজলে রাব্বী মোর্তাজাবি ও সহকারী অধ্যাপক মাওলানা শাহাজাহান নেওয়াজ এবং সহকারী শিক্ষক রেজওয়ানুর রহমান ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply