স্টাফ রিপোর্টার:গীতি গমন চন্দ্র রায় গীতি
গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ২০২৫ ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিজয়ের উল্লাসে,তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সোলেমেন আলী, ঠাকুরগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রবিউল করিম, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ আহসান হাবিব, ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রভাষক মোঃ আল মামুন অর রশিদ,সিনিয়র সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার সম্রাট,তরুণ প্রজন্মের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের তথ্য অফিসার (রু.দা.) এইচ এম শাহজাহান মিয়া।এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় তারুণ্যনির্ভর,শোষণমুক্ত, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তরুণ সমাজের দায়িত্ব-কর্তব্য এবং আগামী সুখী সমৃদ্ধ দেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা সম্পর্কে আলোচনা হয়।
Leave a Reply