ইমন রহমান, নেত্রকোনা প্রতিনিধি:
আজ সকালে ময়মনসিংহ জেলা পরিষদ সন্মেলন কক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” বিভাগীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। নতুন বাংলাদেশ তৈরীতে জেলা বিভাগীয় পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির নেত্রকোণা জেলার সংগঠক মো: ফাহিম রহমান খান পাঠান অংশগ্রহণ করেন।
তরুনরা আগামীর বাংলাদেশ কেমন চায় সেই বিষয়গুলো আলোচনা করা হলে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ,আশরাফুর রহমান ডিআইজি ময়মনসিংহ রেন্জ ময়মনসিংহ,এডিশনাল ডিআইজি আবুল কালাম আযাদ, তাহমিনা আক্তার অতিরিক্ত বিভাগীয় কমিশবার (রাজস্ব) ময়মনসিংহ, ইউসদফ আলী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), ডিসি মুফিদুল আলম ময়মনসিংহ ও ময়মনসিংহ,নেত্রকোণার স্হানীয় সরকারে উপ পরিচালক আরিফুল ইসলাম সর্দার ও ময়মনসিংহ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা প্রশংসা করেন এবং বলেন এই তরুনদের হাতে দেশ নিরাপদ,আমরা তাদের পাশে থাকবো।নেত্রকোণার নাগরিক কমিটির সংগঠক মো:ফাহিম রহমান খান পাঠানের তারুণ্যের ভাবনা ও পরিকল্পনাগুলো স্হানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
Leave a Reply