এজি লাভলু: দখল ও দূষণের নগর হিসেবে পৃথিবীর মধ্যে অন্যতম শহর ঢাকা। ঢাকা শহরের বর্ধিত অংশ বৃহত্তর উত্তরা। আধুনিক নগর সভ্যতার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য উত্তরা এলাকা তৈরি করা হলেও বর্তমানে তা দখল-দূষণে বিপর্যস্ত। তুরাগ নদীর পার্শ্ববর্তী এলাকা ডিয়াবাড়ি ও উত্তরার সকল সেক্টরে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার বন্দোবস্ত করা হলেও পানি নিষ্কাশনের জন্য যে সকল খাল রয়েছে তা দখল ও দূষণ হয়ে গেছে।
২৪ জানুয়ারি ২০২৫ ইং শুক্রবার বিকালে রাজধানী উত্তরার একটি রেস্টুরেন্টে সবুজ আন্দোলন ঢাকা মহানগর উত্তরের বৃহত্তর উত্তরা থানা শাখার উদ্যোগে “পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভার” আয়োজন করা হয়। বৃহত্তর উত্তরা থানা সমন্বয়কারী মোঃ সুরুজ আলী সূর্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার সম্পাদক আতাউল গনি লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোরছালিন ইসলাম বাবু।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আধুনিক ঢাকা শহর গড়ার জন্য সকল নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাজউক কর্তৃপক্ষ বর্ধিত শহর হিসেবে উত্তরা গড়ে তুললেও বর্তমানে তা দখল ও দূষণে জর্জরিত। বিভিন্ন সেক্টরের মধ্য দিয়ে যে সকল খাল প্রবাহিত রয়েছে তা অধিকাংশ সংকুচিত হয়ে গেছে। তুরাগ নদীর সাথে সংযোগস্থল খালের মুখ বন্ধ রয়েছে। বিশেষ করে ডিয়াবাড়ির খাল বেদখল হয়ে যাচ্ছে। অতি দ্রুত খাল পুনরুদ্ধ ধরে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এছাড়াও যে হারে ভবন নির্মাণ করা হচ্ছে পানি নিষ্কাশন সুবিধা সেভাবে নিশ্চিত হচ্ছে না। এখনই সময় বর্ধিত এ অংশে সিটি কর্পোরেশনের উদ্যোগে খাল পুনরুদ্ধার ও নদীর সাথে সংযোগস্থল স্থাপন করা। বিভিন্ন হাউসিং কোম্পানিগুলো নদীর জায়গা ও খালের জায়গা দখল করেছে। এ সকল নদী ও খাল পুনরুদ্ধারে সবুজ আন্দোলন বৃহত্তর উত্তরা থানা কমিটি গঠন করে আন্দোলনের ডাক দিবে। এজন্যই মূলত আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহত্তর পরিসরে কর্মসূচি ঘোষণার প্রস্তুতি হিসেবে সদস্য বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামীতে উত্তরা এলাকায় বৃক্ষরোপণ, নদী ও খালের জায়গা পুনরুদ্ধার, শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মামুন হোসেন, সদস্য মোঃ মাহবুব আলম, মোঃ দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান, আজহারুল ইসলাম আজহার, মোঃ সোহেল রানা, আজহারুল ইসলাম, সেলিম হোসেন, তাজুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমূখ।
Leave a Reply