1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  3. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
ঠাকুরগাঁওয়ে প্রথমবার মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট: নিরাপদ খাদ্যের নতুন দিগন্ত - Crime Report 24
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জামালপুরের উদীয়মান গীতিকার ও নাট্য অভিনেতা মোঃ এম.এ. সুজন পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১ যুগে পদার্পন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত মিরসরাইয়ে যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বিজয়ের উল্লাসে,তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকার নতুন কমিটি ঘোষণা সভাপতি রফিক-সাধারন সম্পাদক লিথো আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্য উৎসব সম্পন্ন জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

ঠাকুরগাঁওয়ে প্রথমবার মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট: নিরাপদ খাদ্যের নতুন দিগন্ত

  • প্রকাশকাল: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁও জেলায় প্রথমবারের মতো একটি আধুনিক মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপন করা হয়েছে, যা দেশীয় উৎপাদনের সঙ্গে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এনে দিয়েছে। বিজ্ঞানসম্মত উপায়ে গরু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে নিরাপদ গরুর মাংস।এই উদ্যোগ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
সদর উপজেলার জগন্নাথপুরে স্থাপিত এই প্লান্টে স্থানীয় প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু সংগ্রহ করা হয়, যা স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছে।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ),ডেনমার্ক দূতাবাস (ড্যানিডা) এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত “রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)”-এর আওতায় এই প্লান্টটি স্থাপিত হয়েছে।
উদ্যোক্তা মাসুম বিল্লাহর নেতৃত্বে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।মাংস প্রক্রিয়াজাতকরণের পর এটি প্রতি কেজি ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। উদ্যোক্তা মাসুম বিল্লাহ বলেন, “আমাদের ‘ভিলেজ মিট’-এর লক্ষ্য হলো গ্রাহকদের কাছে নিরাপদ মাংস পৌঁছে দেওয়া। আমরা শতভাগ স্বাস্থ্যসম্মত পরিবেশে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাংস প্রক্রিয়াজাত করছি এবং অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই বিক্রি করছি। এই উদ্যোগে ইএসডিও ও পিকেএসএফ-এর সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।
আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. বাবুল চন্দ্র বলেন, “এখানে কনট্রাক্ট খামারিদের মাধ্যমে স্বাস্থ্যকর উপায়ে গরু মোটাতাজাকরণ করা হয়। গরুগুলো পর্যবেক্ষণের পর শতভাগ স্বাস্থ্যসম্মত পরিবেশে হালাল উপায়ে জবাই করা হয় এবং প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হয়।”এই মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট ঠাকুরগাঁও জেলায় খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি স্বাস্থ্যসচেতন ভোক্তাদের জন্য নিরাপদ ও পুষ্টিকর মাংস সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গ্রাহকের সন্তুষ্টিমাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট থেকে মাংস কিনে সন্তুষ্ট গ্রাহকরা। ঠাকুরগাঁওয়ের এক বাসিন্দা, রেজাউল করিম বলেন, “আমরা আগে বাজারের মাংস নিয়ে সবসময় শঙ্কিত থাকতাম। কিন্তু এখানে থেকে মাংস কিনে আমরা নিশ্চিত হতে পারি যে এটি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত।
“আরেক গ্রাহক, গৃহিণী নাহিদা সুলতানা জানান, “এই প্লান্ট থেকে মাংস কেনার পর রান্না করতে সুবিধা হয়। কারণ এটি পরিষ্কার এবং তাজা। অনলাইনে অর্ডার দেওয়ার পর সময়মতো বাসায় ডেলিভারিও পেয়ে যাচ্ছি।

“স্থানীয় রেস্তোরাঁ ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, “আমাদের রেস্তোরাঁর জন্য আমরা এখান থেকে নিয়মিত মাংস কিনি। এর মান খুব ভালো এবং আমাদের গ্রাহকরাও সন্তুষ্ট। এই প্লান্ট আমাদের ব্যবসার জন্য বড় সুবিধা দিয়েছে।”
গ্রাহকদের এমন ইতিবাচক প্রতিক্রিয়া এই উদ্যোগকে আরও সফল করতে অনুপ্রেরণা দিচ্ছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে এই প্লান্টের অবদান প্রশংসনীয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ