1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
কুড়িগ্রামে আতিকুর রহমান রানাকে জেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা - Crime Report 24
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, আদালতে মামলা! সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান শিক্ষার অগ্রগতি ও উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর, ন্যায় বিচার কতদূর শীর্ষক আলোচনা অনুষ্ঠিত ‘দ্য ডার্ক নাইট’: ন্যায়ের মুখোশের আড়ালে এক অন্ধকার কাব্য- মোঃ আবু মুসা আসারি কালিয়াকৈর ফুটওভার ব্রিজে লাইটিং ব্যবস্থা না থাকায় ডাকাতির আতংকে সকল পেশার মানুষ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বোমা উদ্ধার ময়মনসিংহে সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন কলাপাড়ায় ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়।। দেশের সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজকে কটুক্তি; লাকসামে সাংবাদিকদের মানববন্ধন তেরখাদায় নৌকার চেয়ারম্যান প্রার্থী পদ পেলেন বিএনপির কমিটিতে।

কুড়িগ্রামে আতিকুর রহমান রানাকে জেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা

  • প্রকাশকাল: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

এজি লাভলু: কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আতিকুর রহমান রানা ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতিতে রাজপথে থেকে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে রাজনীতি করে আসছেন।

যুবনেতা আতিকুর রহমান রানা কুড়িগ্রাম পৌরসভার সদর বাসটার্মিনাল এলাকার মৃত অধ্যক্ষ মুহাঃ মোজাম্মেলুল হক (রহঃ) সাহেবের তৃতীয় ছেলে। শিক্ষা জীবনে ডাবল গ্রাজুয়েশন (ইংরেজিতে অনার্স ও ফাজিল) পাশ করে সক্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করতে যেয়ে বিভিন্ন সময় হামলা মামলার শিকার হন। প্রকাশ থাকে যে, বর্তমান কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি জনাব মোঃ রায়হান কবীর তাঁর আপন বড় ভাই।

তিনি ২০০১-২০০৫ ইং সাল পর্যন্ত কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগ ছাত্রদলের সভাপতি, ২০০২-২০০৬ ইং সাল পর্যন্ত কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি, ২০০৪-২০১০ইং সাল পর্যন্ত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, ২০১০-২০১৬ ইং সাল পর্যন্ত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্রদলের রাজনীতির পর ২০১৭ থেকে বর্তমানে তিনি জেলা যুবদলের সহ-সভাপতি’র দায়িত্বে থেকে রাজনীতি করে আসছেন। স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ শাসনামলে জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন প্রতিবাদ মিছিল মিটিংয়ে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছেন এবং সরকার বিরোধী আন্দোলনের সময় ২০১৪ইং সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে রাষ্ট্র বাদী (দ্রুত বিচার ট্রাইব্যাল ২০০২এর আইন শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টিকারী)মামলায় তিনি কারাবরণ করেন।

কুড়িগ্রাম জেলার তৃণমূল পর্যায়ের তার সমর্থক অসংখ্য নেতাকর্মী জানান, আতিকুর রহমান রানা তৃনমূল থেকে বেড়ে ওঠা একজন ক্লিন ইমেজের যুবনেতা, স্বৈরাচারী সরকারের সকল প্রতিবাদ সভায় তার ভূমিকা ছিল অতুলনীয়। দলের প্রতি তার অনেক ত্যাগ রয়েছে। তিনি দূর্নীতি পছন্দ করেন না। আমরা চাই আতিকুর রহমান রানা ভাইকে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি হিসেবে নির্বাচিত করা হোক। এই ধরনের ক্লিন ইমেজ ও পরিচ্ছন্ন কর্মী যদি যুবদলের নেতৃত্বে আসে তাহলে আমরা সঠিক নেতৃত্ব পাবো, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন হবে এবং তাকে দিয়েই আমাদের জেলা যুবদলের উন্নয়ন করা সম্ভব।

যুবনেতা আতিকুর রহমান রানা বলেন, আমি নেতৃত্ব পেলে যুবদলকে একটি শক্তিশালী সাংগঠনিক দল হিসেবে উপহার দিতে পারবো। পাশাপাশি মাদক মুক্ত সমাজ গড়া সহ সাধারণ জনগণের বিএনপির প্রতি আস্থা বাড়িয়ে দলের হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ