স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
খাতেমুল অলদ হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার জন্মদ্বিশততম বার্ষিকী, তদীয় অছি হযরত শাহসূফি মাওলানা সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) এর পবিত্র ওফাত দিবস এবং শাহানশাহ হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারী (ক.) এর খোশরোজ শরীফ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাউছিয়া শাহাজাহান মঞ্জিলের সাজ্জাদানশীনদ্বয় শাহজাদা হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ এস্কান্দার মির্জা চৌধুরী মুকুট মাইজভাণ্ডারী (মা.জি.আ) ও শাহজাদা হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ সেকান্দার মির্জা চৌধুরী মহান মাইজভাণ্ডারী (মা.জি.আ) এর পক্ষ থেকে স্কুল, কলেজ ও মাদরাসার বিভিন্ন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শিক্ষাবৃত্তি উপহার প্রদান করা হয়।
Leave a Reply