মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার
জামালপুরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। লিখিত, মৌখিক ও ডেমো ক্লাস—এই তিন ধাপের মাধ্যমে যোগ্য ও মেধাবী শিক্ষক বাছাই শেষে আজ তাদের হাতে নিয়োগপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপাধ্যক্ষ (এডমিন) জনাব হুমায়ুন কবীর। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী অধ্যক্ষ মেজর (অব.) মাসুকুর রহমান হিমেল। তিনি নতুন শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধ, নিষ্ঠা ও শিক্ষার্থীদের মান উন্নয়নে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (একাডেমিক) মো. মোজাম্মেল হক, প্রধান শিক্ষক জনাব সালমা আক্তার ম্যাডাম সহ অন্যান্য সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ ।
নতুন শিক্ষকদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ আগামী দিনে শিক্ষার গুণগত মানে আরও এগিয়ে যাবে।
Leave a Reply