মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ফারুক আলম সরকার। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নেতাকর্মীরা জানান, বিএনপি করার অর্থই হলো দলের আদর্শ ও প্রতীকের প্রতি অবিচল থাকা। দলের প্রতীকের বাইরে চিন্তা করাও দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে ফারুক আলম সরকার সাঘাটা ও ফুলছড়ি এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দলীয় নেতারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত মতভেদ ভুলে দলের স্বার্থে একসাথে মাঠে নামার আহ্বান জানানো হয়েছে। ঐক্যই হবে বিজয়ের মূল শক্তি—এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের।
বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার মনোনয়ন পাওয়ার বিষয়টি প্রতিবেদককে মুঠোফোনে নিশ্চিত করে প্রতিনিধিকে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ।
Leave a Reply