1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
‎এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন - Crime Report 24
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে চাল বিতরণ করা হয় ত্রিশালে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন সীমান্তে ১৬ বিজিবির টহল ও নিরাপত্তা জোরদার। মধুপুরে বড়দিন উপলক্ষে পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়ন পত্র সংগ্রহ কেশবপুরে জাল টাকা তৈরির সরঞ্জাম সহএক যুবকগ্রেফতার ত্রিশালের আওঃলীগ নেতা মৎস্য হ্যাচারী /নার্সারি ব্যবসায়ী হারুন মেম্বার ইন্তেকাল করেছে। কুড়িগ্রামে তীব্র শীত, ১২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ ৫৪তম মহান বিজয় দিবস’ পালন করেছে বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভ্যাটারন্স ১৯৭১ ইউএসএ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

‎এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন

  • প্রকাশকাল: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

‎নিজস্ব প্রতিবেদক:

‎মল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)- এর ২০২৬ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়া প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নিরপেক্ষ-এর প্রতিবেদক মিসবাহ উদ্দিন।

‎পাশাপাশি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রচার সম্পাদক হিসেবে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তরুন সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন,
‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ বায়েজিদ পেয়েছেন ৪৯ ভোট। তিনি একই সঙ্গে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত হয়ে সংগঠনে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছেন।

‎২২ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষে রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

‎সভাপতি পদে শাহরিয়ার নাঈম ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মিসবাহ উদ্দিন পেয়েছেন ১৩৫ ভোট।

‎নতুন কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত ইসমাইল হোসেন সাংবাদিক সমাজে তার সক্রিয় ভূমিকা, সংগঠনিক দক্ষতা ও যোগাযোগ সক্ষমতার জন্য পরিচিত। এমআরইউর কার্যক্রম দেশব্যাপী ও সদস্যদের মধ্যে আরও গতিশীলভাবে তুলে ধরতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত হওয়ায় সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়েও তার সরাসরি সম্পৃক্ততা থাকছে।

‎এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির ইসলাম (১নং) ও ইসলাম উদ্দিন তালুকদার (২নং)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম রাতুল। সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা এবং অর্থ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জান্নাতুর রহমান।

‎দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব, ক্রীড়া সম্পাদক শাহিনুল নুর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন হিমেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সমাজসেবা সম্পাদক বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন সোলায়মান সুমন।

‎কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান।
‎নবনির্বাচিত নেতৃবৃন্দ এমআরইউকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবাদিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদস্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ