মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
এয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত প্রতিষ্ঠিত বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে মনোনীত এমপি পদপ্রার্থী শেখ রায়হান রাহবার ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারনা।
নারায়ণগঞ্জ-১ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সাগর খাঁন দিপু, ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ এর চেয়ারম্যান – আল্লামা ইমাম হায়াতের বক্তব্য তুলে ধরে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সাগর খাঁন দিপু,বলেন, “ভোটের মাধ্যমেও লুটেরা জালিম আসে, সেটার কারণ মানবতার রাজনীতির শূন্যতা, সমাধান রাজনীতির সংস্কার”, ।
ইমাম হায়াত বলেন, ‘আমি মানুষ হিসেবে মানবতাবিরোধী অপরাধনীতিকে, বস্তুবাদকে, অধর্ম ও উগ্রবাদকে ভোট দিতে পারি না। ইনসানিয়াতকে ভোট দেয়া আল্লাহ ও রসুলের পক্ষে থাকা। ইনসানিয়াতকে ভোট দেয়া মানে কারবালার পক্ষে ভোট দেয়া। সব মানুষকে ও দিনকে রক্ষা করার পক্ষে ভোট দেয়া। নিজের জীবনের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা। ইনসানিয়াতকে ভোট দেয়া মানে নিজেকে রক্ষা করা।’
তিনি বলেন, ‘মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়ার পক্ষে মানবতার রাজনীতি গ্রহণ করতে হবে। মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনে আর কোনো বৈধ রাজনীতি নেই। কল্যাণের রাজনীতি নেই। অধিকার ও স্বাধীনতার রাজনীতি নেই। মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতি জীবন ও স্বাধীনতাকে ধ্বংস করার, অধিকার হরণ করার, লুটতরাজের, খুন-জুলুমের, মিথ্যা ও বাহবার রাজনীতি। আমরা সেগুলোকে সমর্থন করতে পারি না।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এর আগে সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই সমাবেশ স্থলে বিপুলসংখ্যক নারী পুরুষসহ কেন্দ্রীয় এবং জেলা ইনসানিয়াত বিপ্লবের নেতাকর্মীদের উপস্থিতিতে আপেল মার্কায় ভোট দিয়ে সব মানুষের মানবতার রাষ্ট্র গড়ার প্রত্যয়ে এক হয়ে কাজ করার অংগিকারে এলাকাবাসীর পক্ষথেকে দেশের সবাইকে মানবতার ডাকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply