স্টাফ রিপোর্টার তাওলাদ হোসাইন
নারায়ণগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর থেকে মদনপুর প্রতিনিয়ত ঘটছে ছিনতাই ডাকাতির সিএনজি অটো রিক্সা চুরির ঘটনা কিন্তু যারা ভুক্তভোগী তারা ভয়ে মোবাইল টাকা-পয়সা ও মালামাল দিয়ে দেয় কিন্তু এবার ভিন্ন রকম এক ঘটনা দেখা গেল কি ভাবছেন পিছনের লোক টা ছিনতাইকারি না ওনার গলায় চুরি ধরে ওনার কাছ থেকে সব কিছু নিয়ে নেয় পরে ওনাকে রাস্তায় ফালায় দেয় এবং ছিনতাইকারীরা সিএনজিতে ওঠে যায় তার পরে ওনি গাড়ির পিছনে উঠে ওদের সাথে এভাবে একাই লড়াই করে,ছিনতাই এর পরও ভুক্তভোগী যুবক সিএনজির পিছনে ঝুলে থাকতে দেখা গেল এক মর্মান্তিক ঘটনা সে তার জীবনের মায়া ছেড়ে সিএনজির পিছনে ঝুলে।এবং সিএনজির ভিতরে থাকা ছিনতাইকারী দল দুই দিক থেকে সিএনজির দুই দরজা খুলে তাকে এল পাতালি চাকু দিয়ে আঘাত করতে দেখা যায় তারপরও সে হাল ছাড়েনি যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে এই তরুণ যুবক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কে এই যুবক এবং কারা এই ছিনতাইকারী দল তাদের কোন খোঁজ এখনো মিলে নাই তবে এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ওসি মোহাম্মদ আব্দুল কাদের জিলানী বলেন আমরা এখনো কোন সন্ধান পাইনি ঘটনাটি তদন্ত সাপেক্ষে রয়েছে আমরা খোঁজ পেলে অবশ্যই গণমাধ্যমকে জানানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে মদনপুর এলাকা থেকে এসে অটোরিকশা এবং মটর সাইকেল,সিএনজি ,ব্যাবহার করে,ডাকাতি করে থাকে,কাচঁপুর প্রতিনিয়ত এই ঘটনা ঘটতে থাকে। তাই বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করছে কাঁচপুর ইউনিয়ন বাসী ও রাস্তার পথচারীরা
Leave a Reply