নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর সোনাপুর বটতলা চেঙ্গাইল রোড সংলগ্ন মাদকের রমরমা ব্যবসা প্রশাসনের নজর দারির,বাইরে ভয়াবহ বিস্তার। নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাঁচপুর ৪ নং ওয়ার্ড এলাকায় প্রকাশ্যে চলছে কুখ্যাত মাদক ব্যবসায়ী আকিব নবীর এর মাদক সাম্রাজ্য।মোঃ নবীর
হোসেন,(২৭)পিতা বাবুল মিয়া,সোনাপুর এলাকার স্থানীয় বাসিন্দা,আকিব(২৬)পিতা আলমগীর গ্রাম কুমিল্লা বুড়িচং,থাকে চিটাগাং রোড সানারপার।
এলাকাবাসী জানান আকিব নবীর এর বিশাল কিশোর গ্যাং বাহিনী রয়েছে তাদের দিয়ে মাদক কেনাবেচা সহ বিভিন্ন ক্রাইম করে।১,সাকিব,(ক্যাশিয়ার)২,রাসেদুল,(ক্যারিম্যান)৩,রাজিব(মাঠ পরিচালনা)৪,সাগর(বাবুল)
৫,কাউন্টার সাগর,(সেল ম্যান) সহ আরো অজ্ঞাত অনেকে ফেনসিডিডাল,হিরোইন সহ বিভিন্ন অবৈধ
ব্যবসা পরিচালনা করে তাদের মাধ্যমে। বিভিন্ন ধরনের মাদকদ্রব্য হাত বাড়ালেই মিলছে বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে নবির হোসেন ও আকিব খান সেনপারা কাঁচপুর সোনাপুর চেঙ্গাইল বেহাকুর খালপাড় চিটাগাং রোড সহ অসংখ্য স্পটে চলছে তাদের ফেনসিডিল হিরোইন ও বিভিন্ন ব্যান্ডের মদের বোতলের আড়ত হিসেবে পরিচিত।এখানে পাশাপাশি ইয়াবা মাদকদ্রব্য ও গাজা খোলামেলা বিক্রি করে।পাইকারি মাদক পেতে হলে তাদের দলের কিশোর গ্যাং এর সুপারিশ লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পদ পরিবর্তনের পর থেকে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম শিথিল হয়ে পড়ায় সুযোগটি কাজে লাগিয়েছে নবীর ও আকিব তার চক্র।
পুরো এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে।
ফলে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত হাজারো মানুষ মাদকের করাল গ্রাসে আসক্ত হচ্ছে। সবচেয়ে
উদ্বেগজনক বিষয় হলো। উঠতি বয়সী তরুণ,
স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী,ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন এই মাদকের শিকার।এতে পরিবার,সমাজ ও শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে,বিশেষ করে।কাঁচপুর সোনাপুর বটতলা চেঙ্গাইল রোড ফ্যান ফ্যাক্টরি সংলগ্ন মাদকের রমরমা ব্যবসা প্রশাসনের নজরদারির বাইরে ভয়াবহ বিস্তার!হিরোইন,ফেনসিডি ডাল,গাঁজা,ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য হাত বাড়ালেই মিলছে বলে অভিযোগ উঠেছে।
গোপন সূত্রে জানা যায় মাদকের গোডাউনের কথা ফ্যান ফ্যাক্টরির সামনে টিম সেট একটি বাসায় ও
চেঙ্গাইল রোড কফি হাউজে,দুই তালায় ছোট্ট একটি রুমে তাদের কোটি টাকার হিরোইন ফেন্সিডিলের
মাদকের গোডাউন তবে এই মাদক পাহারাদার হিসেবে রাস্তায় রয়েছে কিশোর গ্যাং বাহিনীরা আইন-শৃঙ্খলা বাহিনীর কোন গাড়ি বা অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলে ফোনের মাধ্যমে মাদক সরিয়ে ফেলে।
স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী,ব্যবসায়ী,রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন এই মাদকের শিকার।এতে পরিবার, সমাজ ও শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয় অভিভাবক মহল জানাচ্ছেন, এলাকার তরুণ প্রজন্মকে রক্ষায় অবিলম্বে এ চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। নতুবা অচিরেই পুরো উপজেলা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কবলে পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।
কাঁচপুর ইউনিয়ন এলাকার সচেতন মহল সোনারগাঁ থানা,ডিস্ট্রিক্ট পুলিশ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক,
নারায়ণগঞ্জ র্যাব ১১ বাংলাদেশ সেনাবাহিনী সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে কাঁচপুর ইউনিয়নের এলাকাবাসি নবির ও আকিব মাদক চক্রের শেল্টারদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।তাদের যোগাযোগ নেটওয়ার্ক,মোবাইল নম্বর ও ট্র্যাকিংয়ের মাধ্যমে পাইকারি মাদক সরবরাহ কারীদের শনাক্ত করতে হবে।
নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশ বর্তমানে এত নীরব কেন প্রশাসনকে বাধ্য হয়ে দ্রুততম সময়ে এ চক্র ভেঙে ব্যবস্থা নিতে হবে। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ মনে করছে বাংলাদেশ পুলিশ প্রশাসন যদি আন্তরিকভাবে তদন্ত করে তবে শুধু নবির ও আকিব তার পেছনে থাকা মূল হোতাদের ও আইনের আওতায় আনা সম্ভব
Leave a Reply