স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী গাজবাড়ীয়া অমিতাভ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব গতকাল ৯ অক্টোবর বৃহস্পতিবার উদযাপিত হয়েছে। ২য় পর্বে সভা শুরু করেন মঙ্গলাচরণ পাঠ করেন ভিক্ষু ভদন্ত প্রিয়ালংন্কার। উদ্বোধক ছিলেন ভদন্ত শীলপ্রিয় ভিক্ষু।
উক্ত সভায় সদ্ধর্মজ্যোতিকাধ্বজ ভদন্ত বসুমিত্র মহাথের সভাপতিত্ব করেন। প্রধান জ্ঞাতী ছিলেন জ্ঞানসারথী ভদন্ত জ্ঞানরত্ন মহাথের । প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্মবিষয়ক মন্তণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণে ট্রাস্টের ট্রাস্টি, তরুন প্রজন্মের অভিভাবক রুবেল বড়ুয়া।
সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত ধর্মনন্দ মহাথের, ভদন্ত বুদ্ধপাল মহাথের, ভদন্ত শরনান্দ থের, ভদন্ত তিয্যমিত্র থের।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভদন্ত শীলপ্রয়ি ভিক্ষু, সঞ্চয় বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত বসুমিত্র মহাথের। আয়োজনে গাছবাড়ীয়া অমিতাভ বিহারের দায়কদায়িকা বৃন্দ।
Leave a Reply