পাঁচবিবি (জয়পুরহাট) : প্রতিনিধি ০৯ অক্টোবর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক পাথরঘাটা সূর্যাপুর বৌদ্ধবিহার কর্তৃক দানোত্তম কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত হয়। এসময় অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও ভক্ত অনুসারিদের মাঝে উপকরণ প্রদান করেন বৌদ্ধবিহারের পক্ষ থেকে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাথরঘাটা সূর্যাপুর ঐতিহাসিক বৌদ্ধবিহার কমপ্লেক্সে চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা তাওহিদা, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, ঐতিহাসিক পাহারপুর বৌদ্ধ বিহারের সাংস্কৃতিক সম্পাদক দিলিপ মালো, সূর্যাপুর মহেশ্বরী দাসী বৌদ্ধ বিহারের সভাপতি মৃগাংগ সরকার ও বৌদ্ধবিহার ও এতিমখান খানার অধ্যক্ষ সুশিল প্রিয় ভিক্ষু।
Leave a Reply