বিএম মিলন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের কুয়াদায় সাঈদ নামের এক মাংস ব্যাবসায়ীর দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়,বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টার দিকে যশোরের কুয়াদা বাজারে আবু সাঈদ (৫৫) নামের এক মাংস ব্যবসায়ির দোকান আগুনে পুড়ে দোকানে থাকা ডিব ফ্রিজসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী মাংস ব্যাবসায়ী সাঈদ জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে দোকান থেকে বাসায় চলে গিয়েছিলাম। তারপর রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাজার থেকে ফোনে শুনতে পেলাম দোকানে আগুন লেগেছে। তখন মনিরামপুর ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। তিনি আরও জানান,এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply