1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয়ের ভিতর শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা - Crime Report 24
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাটে যথাযথভাবে জাতীয় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ পালিত বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান পূবাইল থানা ওসি খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী নাগেশ্বরীতে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ফ্যাসিবাদ–চাঁদাবাজির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডাকসু ভিপি সাদিক কায়েমের ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন বাউল শিল্পীদের ওপর হামলা ন্যাক্কারজন : মির্জা ফখরুল রিয়াজুল হক সাগর, রংপুর অফিস। দেশে নির্বাচনী পরিবেশ রয়েছে, মনোনয়োনকে ঘিরে বিচ্ছিন্ন ঘটনাই প্রমান করে বিএনপি একটি বড় দল ….ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয়ের ভিতর শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা

  • প্রকাশকাল: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

শেখ ফয়সাল আহমেদ
সারাদেশের মতো রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা বলয়ের ভিতর উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমী পালিত হচ্ছে।

রাজধানীর সবচেয়ে বড় পূজা মন্ডপ ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠ, পল্টন কমিটি সেন্টারের অস্থায়ী মন্দির, মিরপুর ২ নাম্বার মন্দির, আমবাগান গ্রীন রোডের মন্দির ও খামারবাড়ি মন্দিরে শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের ভিতর উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।

ঢাকেশ্বরী মন্দিরে প্রদীপ কুমার বিশ্বাস, অনিতা ভট্টাচার্য, শিমুল ঠাকুর সহ বেশ কয়েকজনের কাছে জানতে চাইলে তারা বলেন পূজা উদযাপন নিয়ে সন্তোষ প্রকাশ করেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গা উৎসব পালিত হচ্ছে।

খামারবাড়ি মন্দিরে ভৌমিক, অনিন্দ বাবু, নীলিমা রায়, সুনীলদা সেন সহ বেশ কয়েকজনের কাছে জানতে চাইলে তারা বলেন কোন সমস্যা নেই শান্তিপূর্ণভাবে আমরা পূজা উৎসব করছি সরকার এবং প্রশাসনের প্রতি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিটা মন্দিরে আগত দর্শনার্থীদের ভিতরে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের অনেকেই ছুটে আসছেন আনন্দ উৎসব করার জন্য, সবচেয়ে বেশি দর্শনার্থী দেখা যায় ঢাকেশ্বরী ও খামারবাড়ি মন্দিরে পুজোর আনন্দ উপভোগ করার জন্য এসেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল শেখ তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে, আফতাব উদ্দিন, জামিল রহমান, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমি, জীবন, আরিফ সোনিয়া সহ অনেকেই এসেছেন পূজার আনন্দ উপভোগ করার জন্য তারা প্রত্যেকেই বলেন বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ এখানে কোন ভেদাভেদ নেই সকল উৎসবের আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নেই।

প্রতিটি মন্দিরে ধর্মীয় ভেদাভেদ ভুলে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের মানুষ ছুটে আসছে আনন্দ ভাগাভাগি করে নিতে।

খামার বাড়ি মন্দিরে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন এক ঝাঁক তরুণ তরুণী যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখার জন্য লাইন ধরিয়ে সবাইকে প্রবেশ করিয়ে দিচ্ছেন, স্বেচ্ছাসেবক প্রান্ত শুভ্র সহ আরো কয়েকজনের সঙ্গে জানতে চাইলে তারা বলেন সবাই যেন আনন্দে ও সুশৃংখলভাবে পূজা উদযাপন করতে পারে সেজন্যই আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি।

রাজধানীর প্রতিটা মন্দিরেই প্রশাসনের কড়া নজরদারি চলছে কিছুক্ষণ পরপর পুলিশ র‍্যাব বিজিবি আনসার সেনাবাহিনীর সহ প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করতে ছুটে আসছেন খামারবাড়ি পূজা মন্ডপের দায়িত্বে থাকা তেজগাঁও থানার ওসি অপারেশন মোঃ হান্নান বলেন কোন অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি সবাই স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করছে এবং নিরাপত্তার কোন ঘাটতি নেই, বাংলাদেশ আনসার ডেপুটি ডাইরেক্টর মোঃ ইব্রাহিম পরিদর্শনে আসলে গণমাধ্যমের কাছে বলেন সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর নির্দেশনা রয়েছে প্রতিটা পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য তৎপর রয়েছে এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

শারদীয় দুর্গাপুজোর আজ নবমী এবং আগামীকাল বিজয় দশমীতে মা দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের দুর্গাপুজো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ