নিজস্ব প্রতিবেদক
দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আমাদেরকে সম্প্রীতি ও ঐক্যের শিক্ষা দেয় বলেন মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল।
তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেন ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে যাত্রা শুরু করেছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের জাতি-ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। সকল অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে ঐক্য আর সম্প্রীতির জন্য কাজ করতে হবে। আর এ উৎসব আমাদের সে শিক্ষা দেয়।
তাঁদের প্রত্যাশা শারদীয় দুর্গোৎসব জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে। হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধিও কামনা করেন তাঁরা।
Leave a Reply