পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৯ সেপ্টেম্বর/২৫
উৎসব মুখর পরিবেশে ও নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ পুজামন্ডব পরিদর্শন করছেন। প্রতিদিনের ন্যায় সোমবার উপজেলা পরিষদ প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার ও পৌর প্রশাসক হিসাবে তিনি সকল দাপ্তরিক কাজ শেষ করে সন্ধ্যা রাত থেকে উপজেলার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করতে বের হন। অপরদিকে তাঁর নির্দেশেই উপজেলা সহকারী কমিশনার মোঃ বেলায়েত হোসেন তিনিও বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেন। পুজার মন্দির পরিদর্শন কালে তিনি মন্দির কমিটির সদস্য ও মন্দিরে আগত সকল ভক্ত পুজারীদের নির্বিঘ্নে পুজা পালনের উৎসাহ দেন। একইসঙ্গে নির্ভয়ে আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করেন আমরা পাশে আছি। কোন ধরনের সমস্যার সৃষ্টি হলে আমাদেরকে জানাবেন উপজেলা প্রশাসন সর্বদা আপনাদের পাশে দাঁড়াবে।
সোমবার সন্ধ্যায় দেখাযায় তার সরকারি গাড়িতে চেপে আবার কখনো পায়ে হেঁটেই এক মন্দির থেকে অন্য মন্দিরে ছুটে চলছেন তিনি এবং মন্দিরের সার্বিক খোঁজ-খবর নিচ্ছেন। জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোছাঃ মোহাইমেনা শারমিন মহোদয়কে সঙ্গে নিয়ে পাঁচবিবির কেন্দ্রীয় বারোয়ারী সার্বজনীন শারদীয় দূর্গা মন্দির পরিদর্শন করেন।
Leave a Reply