 
							
							 
                    মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউনিসেফের আর্থিক সহায়তায় এসএসবিসি প্রকল্পের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ২ ঘটিকায় নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
বোর্ডের হাট বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সন্তোষপুর ইউনিয়নের সচিব রইচ উদ্দিন তালুকদার, গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, শামসুল আলম ও মোস্তফা জামাল প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর মায়ামনি মিষ্টি, সানজিদা সিদ্দিকা, আফসানা আফরোজ। সভায় বক্তারা বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply