আজ স্বাধীনতা দিবস। ভারতের স্বাধীনতার ৭৮ বছর পূরণ হল। প্রতি বছরের মতো এ বছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপরে রাজপথে হবে স্বাধীনতা দিবসের প্যারেড। এবারের থিম রাখা হয়েছে নয়া ভারত। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে পা দেবে ভারত। তারই প্রস্তুতিতে এই উদযাপন, নতুন ভারত গড়ার প্রস্তুতি। এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শোস্টপার হবে অপারেশন সিঁদুর। পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের জবাব দিয়ে ভারত সে দেশে ঢুকে যেভাবে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে, তা-ই তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬টি রাজ্যের পঞ্চায়েত প্রধানদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
Leave a Reply