কামাল উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার, ১৫ আগস্ট ২০২৫ — বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্টের বিশেষ অভিযানে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় এক আসামীকে আটক করা হয়।
বিজিবি জানায়, দুপুর ২টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহলদল কোর্টবাজার এলাকায় সন্দেহজনক একটি সিএনজি আটক করে। পরে মরিচ্যা চেকপোস্টে নিয়ে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আরিফ (৩৬), পিতা মো. মতিন, গ্রাম শলিরচড়, ডাকঘর শাখিড়া বাজার, থানা হাতিয়া, জেলা নোয়াখালী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা অস্বীকার করলেও পরবর্তীতে মাদক উদ্ধারের প্রমাণ মেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ও আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply